ফের শিরোনামে চীন, এবার বার্ড ফ্লুর নয়া আতঙ্কতে কাঁপছে গোটা দেশ

192

কোভিড ২৬ ও কোভিড ৩২ এর আশঙ্কার কথা মাথায় রেখে যেখানে করোনার উৎসস্থল খুঁজতে মরিয়া হয়ে মাঠে নেমেছেন তদন্তকারী দলেরা। তখনই বার্ড ফ্লু ঘিরে নয়া আতঙ্ক গোটা চীনজুড়ে। ইতিমধ্যে এর জন্য চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জারি করেছে নতুন গাইডলাইন। জানা গিয়েছে, পূর্ব চীনের জিয়াংসু প্রদেশে বার্ড ফ্লুর একটি নির্দিষ্ট স্ট্রেইন থেকে মানুষের সংক্রমণের খবর মিলেছে। মঙ্গলবার চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন(এনএইচসি) এই খবর প্রকাশ করেছে। এনএইচসি তার ওয়েবসাইটে এক বিবৃতিতে এই সংক্রমণের কথা জানিয়েছে। সেখানে বলা হয়েছে, জিয়াংসু প্রদেশে এক ব্যক্তির বার্ড ফ্লুর H10N3 স্ট্রেইন থেকে সংক্রমণের হদিশ মিলেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, পূর্ব ঝেনজিয়াং শহরের ৪১ বছরের ওই ব্যক্তি পোলট্রি থেকে সংক্রমিত হয়েছেন তিনি। চীনের স্বাস্থ্য কমিশন অবশ্য এও জানিয়েছে যে স্ট্রেইনের রোগ ছড়িয়েছে তা হল H10N3। তবে সেই গাইডলাইনে দাবি করা হয়েছে, পোলট্রি থেকে খুব সহজে বিশাল পরিমাণে এই রোগ ছড়িয়ে না পড়ার সম্ভাবনাই বেশি।

এনএইচসি জানিয়েছে, এর আগে বিশ্বে H10N3 স্ট্রেইন থেকে মানুষের সংক্রমণের কোনও ঘটনার রেকর্ড নেই। এটিই প্রথম। চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন(CDC) গত সপ্তাহে রোগীর কাছ থেকে রক্তের নমুনা সংগ্রহ করে। তাতে জিনোম সিকোয়েন্সিং করা হয়। তারপরেই সেটির স্ট্রেইনের বিষয়ে জানা যায়। স্থানীয় কর্তৃপক্ষ আক্রান্ত ব্যক্তিকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন। চীনের সরকারি বিশেষজ্ঞরা স্থানীয়দের অসুস্থ বা মৃত হাঁস-মুরগির সংস্পর্শ এড়াতে এবং জ্যান্ত পাখির থেকে দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন। তাঁদের পরিচ্ছন্নতার দিকে মনোযোগ দিতে আর্জি জানানো হয়েছে। সেই সঙ্গে মাস্ক পরার নির্দেশও দেওয়া হয়েছে।