করোনা থেকে সুস্থ হলেন ১০৩ বছরের বৃদ্ধা !

46

ইরান: চিকিৎসকরা যখন দাবি করে আসছে বয়স বেশি হলে করোনা ভাইরাসে মৃত্যুর আশঙ্কা বাড়ে।তখন সমস্ত বিজ্ঞানকে যেন উল্টে দিলেন একশো তিন বছরের এক বৃদ্ধা।একেবারে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ইরানের ওই বৃদ্ধা।যদিও ওই বৃদ্ধার নাম প্রকাশ্যে আনা হয়নি।

IRNA সংবাদ সংস্থা জানিয়েছে,নামহীন ওই বৃদ্ধা করোনা আক্রান্ত হয়ে শহরের একটি সেম্মান নামের একটি হাসপাতালে এক সপ্তাহ ভর্তি ছিলেন।

মঙ্গলবার গভীর রাতে IRNA সংবাদ সংস্থাকে সেম্মান মেডিক্যাল সায়েন্স ইউনিভার্সিটির প্রধান জানিয়েছেন,”সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পর ওই বৃদ্ধাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।আরও জানা গেছে,মহিলাটি ইরানের দ্বিতীয় বৃদ্ধা রোগী যিনি করোনা রোগ থেকে বেঁচে গিয়েছেন।