সাফল্য – ব্যর্থতায় বনধ্

47

আজ ছিল ১২ ঘণ্টার ভারত বনধ। কারণ – অবশ্যই নিত্য বাড়ন্ত পেট্রোপণ্যের মূল্য, গ্যাস, এবং টাকার দাম দিন দিন পড়ে যাওয়ায়। ডাক দিয়েছিল কংগ্রেস, তাতে গলা মিলিয়েছিল সিপিআইএম।
প্রসঙ্গত এটা বলা যায়, ফেডারেল ফ্রন্ট গঠন হওয়ার পর রাহুল গান্ধী ভেবেছিলেন তাদের যে কোনও প্রস্তাবেই হয়তো সাড়া পাবে তৃণমূল কংগ্রেসের। কিন্তু, বনধের ডাকে সিপিআইএম সাড়া দিলেও, সাড়া দেয়নি তৃণমূল কংগ্রেস, উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেন,- কংগ্রেসের ইস্যুকে সমর্থন করলেও, কর্মনাশা বনধের পক্ষে নন তিনি, এরপর তিনি রাজ্যবাসীকে এই বনধ নাকচ করে কাজে আসতে বলেন, এমনকি বলেন, তাদের অসুবিধা যাতে না হয়, থাকবে অতিরিক্ত সরকারী বাস, অতিরিক্ত পুলিশ, এমনকি যদি কারোর কোনও ক্ষতি হয়, সেই খরচা দেবে সরকার।
রাজ্য সরকারের এমন প্রতিশ্রুতিতে প্রায় প্রতিটি রাজ্যবাসী এগিয়ে আসে বনধকে নাকচ করতে। সূত্র জানায় আজ প্রায় ৯৭% সরকারী কর্মীর হাজিরা ছিল।
সাড়া দিনে কয়েকটি জায়গায় পুলিশের সাথে বনধ সমর্থকদের ধস্তাধস্তি, এবং প্রায় বনধ শেষের দিকে লাঠি চার্জ ছাড়া প্রায় সফল ভাবেই বনধ নাকচ করল রাজ্যের শাসক দল, এবং মানুষ যে আজও রাজ্যের শাসক দলকে বিশ্বাস এবং ভরসা করে, তা বোধহয় আজকের ঘটনা দেখেই বোঝা গেল।