রিজার্ভ দল গড়তে চলেছে ইস্টবেঙ্গল, দায়িত্ব নিতে পারেন সুভাষ

কোচ হিসেবে সুভাষের অধীনে কাজ করবেন এমন একজনকেই চাইবে ক্লাবের কর্তৃপক্ষ। সেদিক থেকে বাস্তব রায়ই হতে পারেন অটোমেটিক চয়েস

কলকাতা লিগ একেই হাতছাড়া, সেই গোদের উপর বিষফোঁড়া হিসেবে এসেছে সুভাষ ভৌমিকের সাম্প্রতিক আচরণ। নতুন কোচ আলেজান্দ্রো মেনেন্দেজ আসার পর থেকেই দল থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছেন টিডি সুভাষ। কিন্তু ইস্টবেঙ্গল কর্তারা চাইছেন যেভাবেই হোক সুভাষকে রাখতে। তাই এক নতুন পরিকল্পনার ভাবনায় লাল-হলুদ শিবির।

শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গল কর্তারা অন্যান্য বিদেশের বড় দলগুলির মত একটি রিজার্ভ টিম করতে চায়। যেখানে জুনিয়র দল থেকে খেলোয়াড় নেওয়া হবে এবং কিছু বিদেশীকেও নেওয়া হবে।

তবে ক্লাব এই পরিকল্পনাকে বাস্তবায়িত করবে পরের মরশুম থেকে। যেখানে মূল দল খেলবে আইএসএল এ, এবং এই রিজার্ভ টিম খেলবে আইলিগ এবং কলকাতা লিগে। এই বি দলের টিডি হিসেবে থাকবেন সুভাষ ভৌমিক। আর কোচ হিসেবে সুভাষের অধীনে কাজ করবেন এমন একজনকেই চাইবে ক্লাবের কর্তৃপক্ষ। সেদিক থেকে বাস্তব রায়ই হতে পারেন অটোমেটিক চয়েস।

কিন্তু মূল স্পনসর কোয়েস এই ব্যাপারে সেরকম সম্মতি দিচ্ছে না। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ চাইছে এই ব্যাপারটি ঘটুক। কোয়েস যে পরিমাণ অর্থ মূল দলে ইনভেস্ট করবে সেখান থেকে কাটছাঁট করে কিছুটা অর্থ ওই রিজার্ভ দলের জন্য খরচ করবে ইস্টবেঙ্গল।