বিবাহ-বিচ্ছেদ মামলায় এবার হাইকোর্টের পথে শোভন চট্টোপাধ্যায়?

আজ আলিপুর আদালতের সেকেন্ড মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের ঘরে শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের মামলার শুনানি হল। বহু প্রতীক্ষিত এই মামলায় আজ রায়দানকালে আদালত জানায়, -“শোভনবাবু রত্নাদেবীকে এককালীন ৭০ হাজার টাকা, ও তাঁর মেয়েকে প্রতিপালনের জন্য ৪০ হাজার টাকা দেবেন। এই টাকা আগামী তিন মাসের মধ্যেই হস্তান্তর করতে হবে বলে আদালত জানিয়ে দেয়।
প্রসঙ্গত, দীর্ঘ কয়েক মাস ধরেই বিবাহ-বিচ্ছেদ মামলায় জর্জরিত শোভন-রত্না। আলিপুর আদালতে দুটি মামলা হয়৷ প্রথমে বিবাহ বিচ্ছেদের মামলা করেন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ পরে খোরপোশের দাবিতে মামলা করেন রত্না চট্টোপাধ্যায়৷ দুটি মামলারই ধীরগতিতে শুনানি চলছিল৷ পরে হাইকোর্টে রত্না চট্টোপাধ্যায় আবেদন করেন যাতে দ্রুত খোরপোশের মামলার নিষ্পত্তি করা হয়৷ সেই আবেদনে সাড়া দিয়ে হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য নির্দেশ দেন দুমাসের মধ্যে ওই খোরপোশের মামলার নিষ্পত্তি করতে হবে৷ সেই নির্দেশ মেনে আলিপুর আদালত আজ মামলার নিষ্পত্তি করে৷

এদিকে সূত্র মারফত জানা গিয়েছে, নিন্ম আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যেতে পারেন শোভন চট্টোপাধ্যায় !