‘মেয়র পদ’ থেকে ইস্তফা দিয়েই মুখ খুললেন সব্যসাচী দত্ত

132

শোভন চট্টোপাধ্যায়ের পর এবার বিধাননগর পুরনিগমের ‘মেয়র পদ’ থেকে ইস্তফা দিলেন সব্যসাচী দত্ত । ইস্তফা দেবার সময় সব্যসাচি জানান, সমন্বয়ের ভীষণ অভাবের জন্য কাজ করতে অসুবিধা হচ্ছে তাই আজ মেয়র পদ থেকে ইস্তফা দিচ্ছি আমি। সাথেই ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি জানান, ২০১৫-র ১৬ অক্টোবর বিধাননগর পুরনিগমের মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ‘সিরিজ অফ বেআইনি কাজ’ দেখে আসছেন। তা নিয়ে রাজ্য সরকারের বিভিন্ন দফতরকে জানিয়েওছেন। কিন্তু কোনও ফল হয়নি। বলেন, “সিরিজ অফ বেআইনি কাজের জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী থেকে নিয়ে (যেহেতু তিনি ভূমি ও ভূমি-রাজস্ব দফতরের মন্ত্রী) বিধাননগর পুলিস কমিশনার, উত্তর ২৪ পরগনা জেলাশাসক, ফায়ার, দূষণ নিয়ন্ত্রণ বোর্ড, ফিশারিজ সকলকে জানিয়েছি।

তিনি আরও বলেন, ১৩ নম্বর ওয়ার্ডের ১৬২ কাঠা জলা পুনরুদ্ধারকে ‘রেকর্ড’ হিসেবে উল্লেখ করেন বিধাননগরের প্রাক্তন মেয়র। সাংবাদিক বৈঠকে সব্যসাচী বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রীর অধীনে থাকা ভূমি ও ভূমি সংস্কার দফতর থেকে জানাচ্ছে, এটাকে কনভার্ট করে বাস্তু করে দেওয়া হয়েছে। আর এদিকে ফিশারি বলছে এটা জলা। তাহলে কী বুঝব?” তিনি জানান, এরপর রাজ্য সরকারের দুই দফতরের চিঠি একযোগে মুখ্য সচিবের কাছে পাঠান তিনি। তারপর উত্তর ২৪ পরগনা জেলাশাসক তাঁকে সুনির্দিষ্ট করে জানান, “না, এটা জলা।” এরপর তিনি সক্ষম হন বেআইনি ভরাটের হাত থেকে ওই জলা উদ্ধার করতে।