অরূপ ও স্বরূপের প্রভাব থেকে মুক্তি পেতে চাইছে টলিউড!

58

অবশেষে টলিউডে পালাবদলের হাওয়া, রাজনৈতিক মহল মনে করছে, অরুপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের কবল থেকে মুক্ত হতে চাইছিল টলিউডের যেই কলাকুশলীরা। সেই এক ঝাঁক টলি ও টেলি তারকা আজ যোগ দিলেন বিজেপিতে । অর্থাৎ দিল্লির বিজেপির সদর দফতরে সদস্যপদ নিলেন পার্নো মিত্র, ঋষি কৌশিক এবং কাঞ্চনা মৈত্ররা ।

উল্লেখ্য, একটি সূত্র মারফত খবর মিলছে টলিউডকে তৃনমূল মুক্ত করতে চাইছে টলিপাড়ার কলাকুশলীরা । যেকারনে ইতিমধ্যে বিজেপির সংগঠন হাত বাড়িয়ে দিয়েছে কলাকুশলীদের দিকে । এবং থাবাও বসিয়েছে, তবে নানা কারনে সেই থাবা শক্তিশালী হয়ে ওঠেনি । কিন্তু এবারে অগ্নিমিত্রা পাল এবং শঙ্কুদেব পাণ্ডা বিশেষ উদ্যোগী হয়ে সেই পালের হাওয়া ইতিমধ্যে বাড়িয়ে দিয়েছেন। যার ফলাফল আজ দিল্লির সদর দফতরে দেখা মিলল। অর্থাৎ বিজেপিতে যোগদান করলেন অভিনেত্রী পার্নো মিত্র, অঞ্জনা বসু, মৌমিতা গুপ্ত, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়, অরিন্দম হালদার (লামা) ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্র, রূপাঞ্জনা মিত্রের মতো পরিচিত মুখ । এদিকে এবিষয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, সাহস করে বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন ওনারা। বাংলায় যে পরিস্থিতি চলছে, তার পরিবর্তন চাইছেন সকলেই। আগামী দিনে আরও বহু মানুষ যোগ দেবেন বিজেপিতে ।

LIVE: Some Eminent personalities #JoinBJP at BJP HQ in New Delhi.

Posted by Bharatiya Janata Party (BJP) on Thursday, July 18, 2019

 

প্রসঙ্গত,২০১১ সালে পরিবর্তনের পর টলিউডের সিনে টেকনিশিয়ানদের সংগঠন থেকে শুরু করে শিল্পীদের সংঠনের রাশ চলে যায় তৃণমূলের হাতে। তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের প্রভাব বাড়ে টলিউডে। সিরিয়াল ও সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের আকছার দেখা যায় তৃণমূলের মঞ্চে। তা সে ২১ জুলাই হোক, বা ভোটের প্রচার। ২০১৪ সালে লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন দেব, মুনমুন সেন ও সন্ধ্যায় রায়। এবারও দেব, নুসরত ও মিমিকে প্রার্থী করেছেন মমতা। ২০১৬ সালে বিধানসভা ভোটে বাঁকুড়ায় তৃণমূল প্রার্থী হয়েছিলেন সোহম। সেই টলিউডেই বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ নামে একটি সংগঠন তৈরি করে এবার থাবা বসাতে চাইছে গেরুয়া শিবির।