নাগেরবাজার ‘বিস্ফোরণ কান্ড’ নিয়ে বিস্ফোরক মন্তব্য মুকুল রায়ের

80

আজ সকালে নাগেরবাজারে ৯ নম্বর যশোর রোডে কাজিপাড়া মোড়ে বোমা বিস্ফোরণ হয়। এবং সেখানে মৃত্যু হয় এক শিশুর। জখম হন ৯ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে বিস্ফোরণস্থান পরিদর্শনের পর জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “পরিকল্পনা করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। কেন্দ্রীয় সরকারে যে দল রয়েছে তারাই এর পরিকল্পনা করেছে। ভারতীয় জনতা পার্টি কয়েকদিন আগে বনধ ডেকেছিল। কিন্তু, এই জেলায় বনধ হয়নি। সেই কারণে প্রতিশোধ নিয়েছে বিজেপি।

উল্লেখ্য, জ্যোতিপ্রিয় মল্লিকের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন বিজেপি নেতা মুকুল রায়, দিল্লিতে থেকে তিনি বলেন, “মিথ্যা অভিযোগ করা ওদের একটা স্বভাবে পরিণত হয়েছে। এটা ওদের রাজনীতির খেলা।” তিনি আরও বলেন, “বাংলার পরিস্থিতিটা এখন এরকম। এখানে রোজ বম ব্লাস্ট হচ্ছে, রোজ কেউ মারা যাচ্ছেন, রোজ পুলিশ ফায়ারিং হচ্ছে। যা কিছু হচ্ছে, তার মধ্যে ওরা বিজেপি ও আরএসএসের গন্ধ পাচ্ছে। যদি ক্ষমতা থাকে তাহলে NIA বা CBI-কে তদন্তভার দিক।”

উল্লেখ্য, ২০১৪ সালের ২ অক্টোবর বিস্ফোরণে কেঁপে উঠেছিল বর্ধমানের খাগড়াগড়। সেখানে IED বিস্ফোরণ ঘটেছিল। বিস্ফোরণে শাকিল গাজি ও করিম শেখ নামে দুই JMB সদস্য নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুই শিশুসহ গুলসোনা বিবি এবং আলিমা বিবি নামে দুই মহিলাকে গ্রেপ্তার করে। তারপর তদন্তে নামে NIA এবং জানা যায়, বাংলাদেশি জঙ্গি সংগঠন JMB সেই ঘটনার সঙ্গে জড়িত।