মাঝেরহাট সেতু বিপর্যয়ের দায় রাজ্যের, স্বীকার করলেন মুখ্যমন্ত্রী!

মাঝেরহাট ব্রিজের একাংশ ভেঙে পড়ার ঘটনায় আজ প্রাথমিক রিপোর্ট জমা পড়ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মাঝেরহাটের ভাঙা সেতুর বাকি অংশ সম্পূর্ণ ভাবে  ভেঙে ফেলা ফেলবে রাজ্য সরকার। শুক্রবার নবান্নে এই সিদ্ধান্তর কথা ঘোষণা করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সাথেই তিনি পরিষ্কার জানিয়ে দেন যে এই সেতু বিপর্যয়ের পেছনে পুর্ত দফতরও তাঁদের দায় এড়াতে পারে না। তিনি এক বছর সময়সীমা বেঁধে দিয়ে বলেন, আগামী এক বছরের মধ্যে ওই জায়গায় নতুন সেতু তৈরি করা হবে। তিনি মেট্রোকেও দায়ী করেছেন গোটা ঘটনায়। মুখ্যমন্ত্রী বলেন, মেট্রোর নির্মান কাজের জন্য যে কম্পন হয়েছে তাও ওই সেতুর কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে।

এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, ২০১৬ সালেই যে রিপোর্ট পুর্ত দফতর পেয়েছিল, তাতেই স্পষ্ট ছিল ওই ৫৪ বছরের পুরনো সেতুর হাল ভাল নয়। তারপরও কেন সেই সেতুর পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ হল না, তার দায় অবশ্যই পুর্ত দফতরের
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির দেওয়া রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।