বিরাট-শাস্ত্রীর ভারতে আগমণ নয়া কোচের

টিম ম্যানেজমেন্টে পরিবর্তন আনতে চলেছে বিসিসিআই

ইংল্যান্ডে টেস্ট সিরিজে ভরাডুবি হলেও তুলনামূলক ভালো লড়াই হয়েছে সীমিত ওভারের খেলাগুলিতে। তবুও একদিবসীয় সিরিজে হেরেছে ভারত। আর সেই কারণে টিম ম্যানেজমেন্টে পরিবর্তন আনতে চলেছে বিসিসিআই।

তবে ব্যাটিং ও বোলিং বিভাগে পরিবর্তন নয়, কিছুটা অবাক করে দিয়ে ফিল্ডিং বিভাগে পরিবর্তন আসতে চলেছে ভারতীয় শিবিরে। সহকারী ফিল্ডিং কোচ হিসেবে আসছেন প্রতিবেশী শ্রীলঙ্কা থেকে নুয়ান সেনেভিরত্নে। সবকিছু ঠিকঠাক থাকলে সংযুক্ত আরব আমিরশাহীতে হওয়া এশিয়া কাপেই তিনি কাজ শুরু করে দেবেন।

নুয়ান সেনেভিরত্নে

শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ হিসেবেও বেশ কয়েক বছর ছিলেন সেনেভিরত্নে। প্রায় এক দশক তিনি কোচিংয়ের সাথে যুক্ত। ফলে তার ইনপুটে ভারতীয় দলের লাভ যে হতে পারে তা নিঃসন্দেহে বলাই যায়। এবার দেখা যাক তিনি কাজে কি করে দেখাতে পারেন।