৪’টে থেকে ৯টা পর্যন্ত বন্ধ, বিপদ কমার আগেই শহরের জন্য অশনিসংকেত

গতকাল আবহওয়া দফতর জানিয়েছিল নিম্নচাপের জেরে আগামী ৪৮ ঘন্টায় ভারী হবে দক্ষিণবঙ্গে। সেমতই আজ সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা শহরজুড়ে। মূলত, মৌসুমী অক্ষরেখা দক্ষিণ থেকে উত্তরে দিকে সরছে বলেই দক্ষিণবঙ্গে আজ সকালের দিকে বৃষ্টি বেড়েছে। তবে আবহওয়াবিদরা জানাচ্ছেন, বেলার বাড়তেই কলকাতায় বৃষ্টির পরিমাণ কমবে। তবে আজ সারাদিনই আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এবং আগামিকাল পরিস্থিতির খানিকটা উন্নতি হবে। কমবে বৃষ্টির পরিমাণ।

এদিকে একটানা বৃষ্টিতে কলকাতার রাস্তার অবস্থা নাজেহাল। এখনও জলমগ্ন কলকাতার সেক্টর ৫, বালিগঞ্জ, ঠনঠনিয়া, তপসিয়া, উল্টোডাঙ্গা,যোধপুর পার্ক, কালীঘাট, গড়িয়া, যাদবপুর, বেহালার সংলগ্ন এলাকা। পাশাপাশি এও জানা গিয়েছে, এই অঝোর বৃষ্টির ফলে আজ সন্ধ্যা ৬টা ৫৭মিনিটে গঙ্গার জলস্তর হবে ৪.৫৯ মিটার। লকগেট বন্ধ থাকবে সাড়ে চারটে থেকে নটা পর্যন্ত। এবং তখন যদি বৃষ্টি হয় তবে শহরে জল জমবে। লকগেট খোলার পর জল দ্রুত নেমে যাবে। এদিকে, কলকাতা ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামেও চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের অন্য জেলাতেও সকাল থেকে আকাশের মুখ ভার রয়েছে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।