বন্ধ হয়ে গেল  টালিগঞ্জ ফাঁড়ি-বেহালা-তারাতলার অটো! দুর্ভোগে নিত্য যাত্রী

194

প্রায় ১ সপ্তাহ হয়ে গেল মাঝেরহাট ব্রিজ ভেঙ্গে গেছে, ৪ টে প্রান সমেত নিয়ে গেছে সারা কলকাতার স্বাভাবিক যান চলাচল। প্রায় নিত্যদিনই যানজট, ব্রিজ ভেঙ্গে যাওয়ার ফলে বেশির ভাগ গাড়ি ঘুরপথে যাতায়াত করছে।এর ফলে চরম দুর্ভোগে পড়ছেন নিত্যযাত্রীরা। যান দুর্ভোগে জর্জরিত নিত্য পথযাত্রীরা, ট্রাফিক সামলাতে হিম শিম খাচ্ছে পুলিশও।

এই অবস্থায় গতকাল রাত থেকে হঠাৎই বন্ধ হয়ে গেল  টালিগঞ্জ ফাঁড়ি-বেহালা-তারাতলার অটো। এই চরম দুর্ভোগের সময়ে গন্তব্য স্থলে পৌঁছানোর জন্য একমাত্র ভরসা যখন অটো। তখন এই ঘটনায় প্রায় অারোই অচল হয়ে পড়ল দক্ষিণ কলকাতার একাংশ। কেন এমন হল?

সূত্রের মাধ্যমে জানা গেছে, বিশ্বকর্মা পুজোর জায়গা নিয়ে বিবাদের জেরেই বন্ধ রাখা হয়েছে অটো পরিষেবা বন্ধ করে দিয়েছে খোদ অটো চালকরাই! ফুটপাথের বিরিয়ানির দোকানের একটি  শেডের ফলে বিশ্বকর্মা পুজোর আয়োজন করতে পারছেন না অটোচালকরা। স্রেফ এই কারণে টালিগঞ্জ ফাঁড়ি-বেহালা তারাতলা রুটে ১৭৩ টি অটো বন্ধ রেখেছেন অটোচালকরা। অটো চালকদের দাবি,প্রত্যেক বছর রাস্তার ধারে একটি নির্দিষ্ট জায়গাতে তারা বিশ্বকর্মা পুজো করেন। তাদের দাবী,-”  ফুটে বিরিয়ানির দোকানের শেড সরিয়ে বিশ্বকর্মা পুজো করতে দিতে হবে।” এই কারনেই গতকাল রাতে আংশিক বন্ধ থাকে অটো পরিষেবা আজ সকালে পুরোপুরি বন্ধ করে দেয় অটো পরিষেবা।তারা সেখানে বিক্ষোভ দেখান।

নতুন এক সমস্যা আবারও কলকাতাবাসীর সামনে। সমাধানের দেখা নেই।