আজ কলকাতার সভায় এনআরসি নিয়ে কি বললেন অমিত শাহ? পড়ুন…

88

জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে বাংলায় তাঁদের পরিকল্পনা কী, তার বার্তা দিতে আজ, মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তৃতা দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ। তিনি জানিয়েছেন, হিন্দু, বৌদ্ধ, শিখ ও জৈন শরণার্থীদেরকে পশ্চিমবঙ্গ থেকে তাড়ানো হবে না। তিনি আরও জানান, কেন্দ্রের ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস-এনআরসি পশ্চিমবঙ্গেও প্রসারিত হবে। কিন্তু এর আগে হিন্দু, বৌদ্ধ, শিখ ও জৈন শরণার্থীদেরকে ভারতীয় নাগরিকত্ব দেয়ার জন্য নাগরিকত্ব (সংশোধন) বিলটি পাস করা হবে।

এতদিন এনআরসি আসামের মধ্যে সীমাবদ্ধ ছিল। অমিত শাহ এদিন বিতর্কিত এনআরসি বিষয়ক এক সেমিনারে বক্তব্য প্রদানের সময় বলেন, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নাগরিকত্ব বিলটি সম্পর্কে মানুষকে ভুল বুঝিয়েছে।

তিনি বলেন, বাংলার মানুষকে এনআরসি সম্পর্কে ভুল ধারণা দেয়া হয়েছে। আমি সব হিন্দু, বৌদ্ধ, শিখ ও জৈন শরণার্থীকে আশ্বস্ত করছি যে তাদেরকে এই দেশ ছাড়তে হবে না। তারা ভারতের নাগরিকত্ব পাবে এবং দেশের সব সুযোগ-সুবিধা ভোগ করবে।

তবে তিনি জোর দিয়ে বলেন, সব অনুপ্রবেশকারীকে দেশ থেকে তাড়ানো হবে। এসময় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে অঞ্চলটিকে ভারতের অংশ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন।

বিজেপির পূর্বসূরি সংস্থা জনসংস্থার প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির কথা উল্লেখ করে অমিত শাহ বলেন, এই নেতার আত্মত্যাগের জন্যই পশ্চিমবঙ্গ এখনও ভারতীয় প্রজাতন্ত্রের একটি অংশ হিসেবে আছে।