মারা গেলেন রানু মণ্ডল?

67

লতা মঙ্গেশকরের ‘প্যায়ার কা নগমা’ গান গেয়ে ভাইরাল রানাঘাটের রানু মণ্ডল নেটদুনিয়ায় এখন আলোচিত নাম। হিমেশ রেশমিয়ার হাত ধরে বলিউডে পা রেখেছেন তিনি। রানাঘাট স্টেশনের ভবঘুরের জীবন আজ খ্যাতির আলোর নিচে চমকাচ্ছে। এরপর থেকেই তাকে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। অনেকেই আবার ছড়িয়েছে ভুয়া সংবাদও। তবে সবচেয়ে আশ্চর্যজনক সংবাদ হলো, রানু মণ্ডল মারা গেছেন বলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুজব উঠেছে।

‘অ্যান্ড্রয়েড মেসেজ’ নামের এক ইউটিউব চ্যানেল সম্প্রতি একটি ভিডিও আপলোড করা হয়। সেখানে ক্যাপশন দেয়া হয়, আজ মুম্বাইয়ের হাসপাতালে রানু মণ্ডল মারা গেলেন!! সিঙ্গার রানু মণ্ডল। ভিডিওতে বলা হয়েছে, রানু মণ্ডল অসুস্থ এবং মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি। তার আরোগ্য কামনার জন্য সকলকে প্রার্থনা করার আর্জি জানানো হয়েছে। তবে কোন হাসপাতালে ভর্তি এবং কী হয়েছে এই সোশ্যাল মিডিয়ার সেনশনের সেটি ভিডিওতে বলা হয়নি।

এই ইউটিউব ভিডিওটি এখনো পর্যন্ত প্রায় ৫ লাখ মানুষ দেখেছেন। ‘আমার আপনার প্রিয় শহর আগরতলা’ নামের একটি ফেসবুক পেজ পোস্ট করেছে এই ভিডিওটি। তবে এই তথ্য ভুয়া বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই খবর ভিত্তিহীন।