মাঝেরহাট সেতু ভঙ্গে আটক ৫ ইঞ্জিনিয়ার

86

অবশেষে মুখ্যমন্ত্রীর দেওয়া কথা মত, গ্রেপ্তার হল মাঝেরহাট সেতু ভঙ্গে অভিযুক্ত পূর্ত দপ্তরের পাঁচ ইঞ্জিনিয়ার এবং কর্তব্যে গড়িমসির কারণে সন্দেহের তালিকায় অর্থ দপ্তরের তিন অফিসারও, এমনি সংবাদ পাওয়া গেল এক সংবাদ সংস্থার সূত্রে।
প্রসঙ্গত, মাঝেরহাট ব্রিজ ভেঙ্গে যাওয়ার পরের দিন দার্জিলিং সফর থেকে রাজ্যে ফিরেই তিনি বলেছে সেতুর বেহাল এই অবস্থার জন্য যারা দায়ী তাদের শাস্তির ব্যবস্থা নেবে প্রশাসন। কথামত কাজ হল আজ।
এক্ষেত্রে উল্লেখ্য, মুখ্যসচিব মলয় দে-র নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির রিপোর্টে নবান্ন, দক্ষিণ কলকাতা ও আলিপুর-২ ডিভিশনের সঙ্গে যুক্ত রয়েছেন এই পাঁচ জন ইঞ্জিনিয়ার। এঁদের প্রত্যেকেই এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা আরও উচ্চ পদমর্যাদা সম্পন্ন। ২০১৬-তে মাঝেরহাট সেতুর বেহাল অবস্থা চিহ্নিত হওয়ার পর কেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি, সেই প্রশ্নই তোলা হয়েছে। মুখ্যমন্ত্রীও স্পষ্ট জানিয়েছেন, সেই সময় পুলিশের সাহায্য নিয়ে যান চলাচলে নিয়ন্ত্রণ করা যেত। পাশাপাশি টেন্ডার প্রক্রিয়ার ফাইল নিয়ে অযথা গড়িমসি করায় সন্দেহের তির অর্থ দপ্তরের তিন আধিকারিকের দিকেও। দ্রুত ফাইল ছাড়া ও সময়মতো অর্থ বরাদ্দ হলে দুর্ঘটনা এড়ানো যেত বলে মনে করছে অভিজ্ঞমহল।
অর্থাৎ, আবারও একবার রাজ্যে মানবিকতা এবং সঠিক প্রশাসনিক ব্যবস্থার ঞ্জির গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, নতুন করে তৈরি করা হবে মাঝেরহাট সেতু। পাশাপাশি সেতু ভাঙার কাজ রবিবার বা মঙ্গলবার থেকে শুরু করা হতে পারে। এ ব্যাপারে রেল কর্তৃপক্ষকে চিঠি লিখেছে রাজ্য সরকার।