টসে জিতে প্রথমে ব্যাট দিল্লীর, মুম্বাইয়ের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা ১৬৩

72

আজ আইপিএলের চতুর্থ ডবল হেডার এবং ২৭ তম ম্যাচে আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লী ক্যাপিটালস।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লী ক্যাপিটালস, প্রথম ইনিংস শেষে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৬২ রান।

এদিন ওপেনিং করতে আসে শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ, কিন্তু শুরুটা ঠিক জমেনি দিল্লীর। ম্যাচের এবং ট্রেন্ট বোল্টের প্রথম ওভারে ব্যক্তিগত ৪ রানে ক্রুনাল পান্ডিয়ার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন পৃথ্বী। এরপর ব্যাট করতে আসে রাহানে, এটি ২০২০ আইপিএলে রাহানের প্রথম ম্যাচ। পঞ্চম ওভারে ব্যক্তিগত ১৫ রানে রাহানে কে এলবিডব্লিউ করে প্যাভিলিয়নে পাঠান ক্রুনাল। এরপর ব্যাট করতে আসেন অধিনায়ক শ্রেয়স আইয়ার, আইয়ার ও ধাওয়ান ৮৫ রানের দুর্দান্ত পার্টনারশিপ তৈরি করে, এই জুটিতে ভাঙ্গন ধরায় ক্রুনাল পান্ডিয়া। ব্যাক্তিগত ৪২ রানে আইয়ার বোল্টের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন , এরপর মার্কাস স্ট্যেনিস আসে ব্যাট করতে। ১৭ নম্বর ওভারে দুর্ভাগ্যবশত রান আউট হয়ে ব্যক্তিগত ১৩ রানে প্যাভিলিয়নে ফেরেন অজি অলরাউন্ডার। এরপর ব্যাট করতে আসেন আইলেক্স ক্যারি। এরপর আর কোনো উইকেট পড়েনি দিল্লীর। ১৬২ রানে শেষ হয় প্রথম ইনিংস। ধাওয়ান ব্যক্তিগত ৬৯ রানে এবং ক্যারি ব্যক্তিগত ১৪ রানে অপরাজিত থাকেন।

মুম্বাইয়ের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা ১৬৩।

দেখে নেওয়া যাক দুই দলের সম্পূর্ণ একাদশ –

মুম্বাই ইন্ডিয়ান্স – কুইন্টন ডি কক, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহ।

দিল্লী ক্যাপিটালস – পৃথ্বী শ, শিখর ধাওয়ান, অজিংক্যা রাহানে, শ্রেয়াস আইয়ার, অ্যালেক্স কেরি, মার্কাস স্টোইনিস, অক্ষর প্যাটেল, হর্ষাল প্যাটেল, রবিচন্দ্রন আশ্বিন, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্টে।