৩০ এবং ৩১ তারিখ জোড়া ছুটি, বড় ঘোষণা মমতার

আর মাত্র কয়েক দিন পরেই পুজোর আবহ এসে যাবে বাংলায়। মুখ্যমন্ত্রীর কথায়, মহালয়ার আগের দিন থেকে পুজো শুরু হয়ে যাবে, আর ১ সেপ্টেম্বর থেকে ঘর গোছানোর পালা।’ ১ সেপ্টেম্বরের মিছিলের জন্য যাতে সরকারি কর্মীদের কোনও অসুবিধায় না পড়তে হয় সে জন্য তিনি জানিয়েছেন, সে দিন বেলা ১টার মধ্যে ছুটি হয়ে যাবে সরকারি অফিস। এর পরই আসে ছুটির ঘোষণা। ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে রাজ্য সরকারের অফিস, জানান মুখ্যমন্ত্রী। পরে জানানো হয়, কালীপুজো উপলক্ষ্যে ২৪-২৫ অক্টোবর ছুটি থাকবে, ভাইফোঁটার জন্য ছুটি ২৭ অক্টোবর। আর ৩০ ও ৩১ অক্টোবর ছটপুজোর ছুটি থাকছে, জানান মুখ্যমন্ত্রী। তবে ছুটিপ্রেমীরা এটা ভেবে মন খারাপ করতেই পারেন যে ২ অক্টোবর গান্ধি জয়ন্তীর ছুটিটা পুজোর মধ্যে ঢুকে গিয়েছে।