রেড ডেভিলসদের ফোনের আশায় জিদান, হতে পারেন মোরিনহোর উত্তরসূরি

আরও যেটা এই ব্যাপারটিকে জোরালো করেছে তা হল তিনি ইতিমধ্যেই বেছে নিয়েছে কোন খেলোয়াড়দের নিয়ে আসবেন তার পরবর্তী দলে।

রিয়াল মাদ্রিদে কোচের পদ ছাড়ার পর জিনেদিন জিদান আপাতত বেকার। ফুটবল নিয়মিত দেখলেও তার বাইরে তিনি তার পরিবারের সাথেই সময় কাটাচ্ছেন। কিন্তু তিনি যে তার কোচিং কেরিয়ার দীর্ঘায়ত করবেন সে ব্যাপারে আশ্বাস দিয়েছেন জিদান। আর ম্যানচেস্টার ইউনাইটেড হতে পারে তার কোচিংয়ের গন্তব্যস্থল, অন্তত এমনটাই আশা করছেন স্বয়ং জিদান।

বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে যে জোসে মোরিনহোর জায়গায় রেড ডেভিলসের কোচ হয়ে আসতে পারেন জিনেদিন জিদান। শোনা যাচ্ছে, তিনি তার কাছের বন্ধুদের জানিয়েছেন যে তিনি আশায় আছেন যে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তার জন্য ফোন কল আসতে পারে কোচিংয়ের অফারের জন্য। আরও যেটা এই ব্যাপারটিকে জোরালো করেছে তা হল তিনি ইতিমধ্যেই বেছে নিয়েছে কোন খেলোয়াড়দের নিয়ে আসবেন তার পরবর্তী দলে।

তার বাছাই করা খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য নাম হল রিয়ালের টনি ক্রুস, বায়ার্নের হয়ে লোনে খেলা হামেস রডরিগেজ, পিএসজি এর এডিনসন কাভানি এবং বায়ার্নের থিয়াগো আলকান্তারা।

যদিও ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ারম্যান এড উডওয়ার্ড জানিয়েছেন যে ক্লাব মোরিনহোর সাথে আছেন। কিন্তু এই মরশুমে দলের খারাপ পারফর্মেন্স এবং মোরিনহোর আচরণে সন্তুষ্ট নয় ক্লাবের উপরমহল, তাই তারা তুলনামূলক ভদ্র কিন্তু জেতার খিদে রয়েছে এমন একজনকে চাইছে। আর ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার জিনেদিন জিদান নিঃসন্দেহে সেই তালিকায় পড়েন।