বাগানে খুশির হাওয়া

কিছু অফিসিয়াল কাগজের কাজ বাকি থাকায় অফিসিয়াল সই পরবর্তী কিছুদিনের মধ্যেই হবে বলে জানান অঞ্জন বাবু।

62

অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললো বাগান সমর্থকেরা। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে শতাব্দী প্রাচীন ক্লাবের।

বাগান তাবুতে প্রবেশ করলো স্পন্সর।

স্ট্রীমকাস্ট মিডিয়া প্রাইভেট লিমিটেড নামক আইটি সংস্থা লগ্নি করতে চলেছে মোহন বাগান ক্লাবে।

কে এই স্ট্রীমকাস্ট?

খবর নিয়ে জানা যায়, মূলত আমেরিকা,ইউরোপ এবং ভারতের মুম্বাইতে অফিস আছে এই কোম্পানির। আন্তর্জাতিক পরিকাঠামো মালিকদের জন্য ক্লাউড ভিত্তিক SaaS স্ট্রিমিং পরিষেবা প্রদান করে এমন গ্লোবাল টেকনোলজি গ্রুপ হল এই স্ট্রিমকাস্ট।

মূলত উচ্চ মানের ভিডিও এবং অডিও অতি নিম্ন ব্যান্ডউইডথে লক্ষ্য লক্ষ্য সাবস্ক্রাইবারদের কাছে পৌছে দেয় এই কোম্পানি।

বর্তমানে তারা একটি আন্তর্জাতিক মুভি স্টুডিয়োর জন্যে মালতার সরকারের সাথে ৭৫ মিলিয়ন এর ইনভেস্টমেন্ট করেছে বলে জানায় স্ট্রিমকাস্টের প্রতিনিধি।

এছাড়াও মহারাষ্ট্রের সরকারের সাথে ২২০০ কোটি টাকার লগ্নিও করেছে এই কোম্পানি।
এছাড়াও মালতার আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনীর সংগঠক।

এই কোম্পানির সহ বিনিয়োগকারী হল বলিয়ুডের পরিচিত কাপুর পরিবার।
এছাড়াও জানা গেছে শ্রী আর্মান জেইন এবং আদার জেইন হবে শেয়ার হোল্ডার।

আজ মোহনবাগান সচিব শ্রী অঞ্জন মিত্র জানান ১০ বছরে মোট ২০০ কোটি টাকা দেবে এই সংস্থা। এবং আরো ১৫০ কোটি টাকা তারা কোস্পন্সরের মাধ্যমে আনাবেন।

কিছু অফিসিয়াল কাগজের কাজ বাকি থাকায় অফিসিয়াল সই পরবর্তী কিছুদিনের মধ্যেই হবে বলে জানান অঞ্জন বাবু।

পুজোর আগেই স্পন্সর এসে যাওয়ায় সবুজ-মেরুন সমর্কদের মনে পুজোর হাওয়া লেগে গেল বলাই যায়।