কারাদন্ডের সাজা পেলেন মোরিনহো

সূত্র অনুযায়ী, মোরিনহো এই শাস্তি স্বীকার করেছেন

ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার হোসে মোরিনহো কর বেনিয়ম করার অভিযোগে ১ বছরের কারাবাস এবং ১.৭৮ মিলিয়ন ইউরো জরিমানার সাজা পেলেন।

সূত্র অনুযায়ী, মোরিনহো এই শাস্তি স্বীকার করেছেন। ২০১১ ও ২০১২ সালের মধ্যে রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন তিনি প্রায় তিন মিলিয়ন ইউরো কর কারচুপি করেছিলেন এমনটা অভিযোগ এসেছিল।

তবে মোরিনহোর কারাবাস হবে না। কারণ স্পেনের আইন অনুযায়ী প্রথমবারের জন্য দুবছর বা তার কম সময়ের কারাদন্ড হলে দোষীকে কারাবাস করতে হয় না। যদিও তাকে কারচুপি অর্থের ৬০% অর্থাৎ ১.৭৮ মিলিয়ন ইউরো তাকে জরিমানা হিসেবে দিতে হবে।

এর ফলে কর কারচুপির এই কেসটি হিসেবমত খোলা থাকলেও অভিযোগকারী এবং কোর্টের বিচারপতিদের সিদ্ধান্তে পর্তুগিজ কোচের বিরুদ্ধে এই কেসকে বন্ধ করে দেওয়া হয়েছে।

দুম্যাচ পরপর হারার পর বার্নলের বিরুদ্ধে জয়ের ফলে ম্যানচেস্টার ইউনাইটেড দশম স্থানে রয়েছে। ক্লাবে তার টলমল আসনটি হয়ত আরও টলবে এমন অভিযোগে দোষী প্রমাণিত হওয়াতে।