পঞ্চম টেস্টে অভিষেক হতে পারে পৃথ্বী শ এর, ফিরছেন জাদেজাও

ওভালে নিয়মরক্ষার শেষ টেস্ট খেলার আগে দলে কিছু রদবদল করতে পারে টিম ইন্ডিয়ার থিঙ্কট্যাঙ্ক।

সিরিজ খুইয়েছেন বিরাটরা, সাউথহ্যাম্পটনে টেস্ট হেরে বর্তমানে ১-৩ ব্যবধানে পিছিয়ে ভারত। ওভালে নিয়মরক্ষার শেষ টেস্ট খেলার আগে দলে কিছু রদবদল করতে পারে টিম ইন্ডিয়ার থিঙ্কট্যাঙ্ক।

চতুর্থ টেস্টে যথেষ্ট আনফিট লাগছিল রবিচন্দ্রন অশ্বিনকে। যে পিচে পার্টটাইম স্পিনার হিসেবে খেলা মইন আলি পাঁচ উইকেট তুলে নিয়েছে, সেখানে অশ্বিনের ঝুড়ি সেরকম সাফল্য নেই। তৃতীয় টেস্টের সময়ই অশ্বিনের কুঁচকিতে চোট আসে এবং চতুর্থ টেস্টে আরও একটি চোট পেয়েছেন এই স্পিনার। ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া টেস্টের আগে অশ্বিন ম্যাচ ফিট হতে পারবেন কিনা সে নিয়ে আশঙ্কিত টিম ম্যানেজমেন্ট।

এমতাবস্থায় একান্তই যদি অশ্বিন না খেলেন, তাহলে তার পরিবর্ত হিসেবে আসবেন বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। গোটা টেস্ট সিরিজে জাদেজা কেবল একজন পরিবর্ত ফিল্ডার হিসেবে মাঠে নেমেছেন, এবার তার টেস্ট খেলার শিকে ছিড়তে পারে।

এদিকে ওপেনিং জুটিতে বদল আনতে পারে ভারত। এই টেস্ট সিরিজে কে এল রাহুলের পারফর্মেন্স একদমই ভাল নয়। ৮ ইনিংসে মাত্র ১১৩ রান করেছেন তিনি। এরকম খারাপ পারফর্মেন্সের দরুন শেষ টেস্ট থেকে বাদ পড়তে পারেন তিনি। খারাপ পারফর্মেন্সের জন্য মুরলী বিজয়কে সিরিজের মাঝপথেই দেশে পাঠিয়ে দেয় টিম ম্যানেজমেন্ট। বিজয়ের জায়গায় আসা পৃথ্বী শ প্রথম দলে সুযোগ পেতে পারে। ঘরোয়া ক্রিকেটে তার পারফর্মেন্স ভাল এবং ইন্ডিয়া এ দলের হয়েও তিনি ভাল ফর্মে ছিলেন। তাই ওভালেই তার জাতীয় দলের অভিষেক হতেই পারে।