লা লিগার দলগুলি এবার ধর্মঘটের পথে

লা লিগার দলগুলি। তারা চায় না উত্তর আমেরিকা মহাদেশে তারা ঘরোয়া লিগের মূলপর্বের ম্যাচগুলি খেলুক

উত্তর আমেরিকায় লা লিগার ম্যাচ হওয়া নিয়ে বেশ ক্ষুদ্ধ লা লিগার দলগুলি। তারা চায় না উত্তর আমেরিকা মহাদেশে তারা ঘরোয়া লিগের মূলপর্বের ম্যাচগুলি খেলুক। সেই কারণে লা লিগা কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে বদলানোর জন্য ধর্মঘটে বসতে পারে।

স্প্যানিশ ফুটবলারস অ্যাসোসিয়েশনের হেড ডেভিড আগাঞ্জো লা লিগার এই চুক্তির বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছেন। এই চুক্তির বিরোধীতার ব্যাপারে লা লিগার অধিকাংশ ক্লাবের অধিনায়কদের সমর্থন আছে সেটিও জানিয়েছেন আগাঞ্জো, যার মধ্যে রিয়াল ও বার্সা অধিনায়ক র‍্যামোস এবং মেসিও আছেন।

আগাঞ্জো জানান, “আমরা কখনই চাইবোনা দুটি আলাদা মহাদেশে লিগটি সম্পন্ন হোক। শুধুমাত্র খেলার জন্য নয়, খেলোয়াড়দের স্বাস্থ্য ও বিশাল যাত্রার এমন ঝামেলায় আমরা চাইনা একটি দল তাদের হোম ম্যাচকে ত্যাগ করে আমেরিকায় খেলতে যাক।”

একজন ব্যক্তি কিভাবে কারোর সাথে শলাপরামর্শ না করে ১৫ বছরের একটি বড় চুক্তিতে সই করতে পারে, যেখানে একটি দেশের লিগের ভালোমন্দের প্রশ্ন জড়িয়ে আছে! আমরা হতাশ, আমাদের সেরকম মূল্য দেওয়া হচ্ছেনা বলে। লা লিগা তাদের খেলোয়াড়দেরকেও অসম্মান করেছে এই চুক্তির ব্যাপারে আগে থেকে তাদের কিছু না জানিয়ে এবং তাদের বক্তব্য না শুনে।”

ধর্মঘটের ব্যাপারে খেলোয়াড়দের অ্যাসোসিয়েশনের হেড বলেন, “আমরা এখনও অবধি সেই পর্যায়ে যেতে চাইছি না তবে এই চুক্তিটি বাতিল করার উদ্দেশ্যে আমরা সর্বোচ্চ পর্যায় অবধি যেতে পারি।”

লা লিগার প্রেসিডেন্ট জেভিয়ের তেবাসকেও একহাত নিয়েছেন আগাঞ্জো। “সৌদি আরবের খেলোয়াড়দের আগমণ, ব্যবসার নানা পরিমাপ, সোমবারে খেলা – এসব উদ্ভটজনক পরিস্থিতির সাথে ধাতস্থ হয়ে উঠেছি আমরা। সমর্থকদের কথা ভাবার সময় আছে কি কারোর? এবার সময় এসেছে রুখে দাঁড়ানোর।”

“আমি জেভিয়ের তেবাসকে বার্তা দিতে চাই যাতে তিনি বুঝতে পারেন ফুটবল শুধুমাত্র ব্যবসা ও অর্থের জন্য নয়।”

ডেভিড আগাঞ্জো যদিও এখনও এই ব্যাপারটি নিয়ে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন অথবা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে কথা বলেননি, কিন্তু তিনি যে শীঘ্রই যাবেন সে ব্যাপারে আশ্বাসবাণী দিয়েছেন।

লা লিগা কর্তৃপক্ষ তাদের লিগকে আমেরিকার মাটিতে সফল করার জন্য ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের উদ্যোক্তাদের সাথে একটি ১৫ বছরের চুক্তি সারেন যেখানে লা লিগার মূল পর্বের কিছু ম্যাচ আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডায় অনুষ্ঠিত হবে। এবার কি হয় সেটাই দেখার!