জেলে গেলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, ছাড়া পেয়ে ক্ষমাও চাইলেন

এই ঘটনার জন্য টটেনহ্যাম হটস্পারের অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে এই ব্যাপারে ইঙ্গিত এসেছে ক্লাব থেকে।

এই শুক্রবার বিশ্বকাপজয়ী ফ্রান্স এবং টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক হুগো লরিসকে নেশা করে গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ। রাত ২.২০ নাগাদ গ্লোস্টার প্লেসের কাছে একটি রুটিন চেকিংয়ে আটকানো হয় লরিসকে। এরপর তার শ্বাসের পরীক্ষা করে জানা যায় যে তিনি নেশায় আছেন।

নেশায় থাকা প্রমাণিত হওয়ার পর চ্যারিং ক্রস পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং নেশায় গাড়ি চালানোর অভিযোগে তাকে জেলে ঢুকিয়ে দেয় স্থানীয় পুলিশ। ৭ ঘন্টা জেলে থাকার পর বেলে মুক্তি পান ফ্রান্সের গোলরক্ষক।

এই লজ্জাজনক ঘটনায় জড়িয়ে পড়ে হুগো লরিস ক্ষমা চান সমর্থকদের কাছে। একটি বিবৃতিতে তিনি সকলের উদ্দেশ্যে বলেন, “আমি হৃদয় থেকে আমার ক্লাব, আমার পরিবার, আমার টিমমেটদের এবং সর্বোপরি আমার সমর্থকদের কাছে ক্ষমা চাইতে চাই।”

“এই ঘটনায় পুরো দায় আমার আর এমন উদাহরণ আমি কখনই চাই না তৈরি করতে।” লরিস আরও জানান এই ব্যাপারে। ১১ সেপ্টেম্বর লরিসকে ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির থাকতে হবে।

তবে এই ঘটনার জন্য টটেনহ্যাম হটস্পারের অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে এই ব্যাপারে ইঙ্গিত এসেছে ক্লাব থেকে। ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, “ক্লাব এধরণের ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং এর সমাধান অভ্যন্তরীণভাবেই সারা হবে।”