আগামী বছর(২০২১) কোথায় বসবে আইপিএলের আসর? মউ চুক্তিতে ইঙ্গিত বিসিসিআইয়ের

74

গতকাল থেকে শুরু হয়েছে আইপিএল, এবং প্রথম ম্যাচে জয়ী হয়েছে চেন্নাই সুপার কিংস। তবে সবেচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রথম দেশের বাইরে হচ্ছে গোটা আইপিএল। তবে এবারের মত আগামীবারেও আইপিএলের আসর বসতে পারে আমিরশাহীতে, এমনটাই ইঙ্গিত মিলেছে বিসিসিআইয়ের তরফে। জানা গিয়েছে, ভারতে করোনা পরিস্থিতি যতদিন না স্বাভাবিক হচ্ছে ততদিন সংযুক্ত আরব আমিরশাহীতে দ্বিতীয় ‘হোম’ হিসেবে বেছে নিচ্ছে বিসিসিআই। এদিকে, আমিরশাহী ক্রিকেট বোর্ডের সঙ্গে মউ চুক্তি করে ফেলছে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। যার ফলে দু’দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও ভাল হতে চলেছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এবং এই মউ চুক্তির পরে মনে করা হচ্ছে, দেশের কোভিড পরিস্থিতি স্বাভাবিক না হলে, আগামী আইপিএলও আমিরশাহীতে হবে। কারণ আগামী বছর মার্চ-এপ্রিলে ফের বসবে আইপিএলের আসর। আর্থাৎ আগামী ছ’মাসের মধ্যেই ফের টুর্নামেন্ট শুরু হবে। তবে সেই সময়ও মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

বিসিসিআইয়ের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, ইংল্যান্ডের ভারত সফর দিয়েই হয়তো এ দেশে করোনা পরবর্তী ক্রিকেটের সূচনা হবে। ইংল্যান্ড দলের জন্য সেক্ষেত্রে জৈব বলয় সুরক্ষার ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে। এর আগেও অবশ্য বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় টিম ইন্ডিয়ার আসন্ন সিরিজগুলির কথা জানিয়েছিলেন। বলেছিলেন, নভেম্বরে চলতি আইপিএল শেষ হওয়ার পর ডিসেম্বরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়া পৌঁছে যাবে কোহলি অ্যান্ড কোং।