২৩ শে ডিসেম্বর কেন চেন্নাই সুপার কিংস এর জন্য গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে? জানুন….

নিঃসন্দেহে বলা যায় ভারতীয় প্রিমিয়ার লিগ বা আইপিএল এর অন্যতম সফল দল হচ্ছে চেন্নাই সুপার কিংস |যদিও সেই সফলতার বিন্দুমাত্র ছাপ তাদের গতবারের আইপিএলে পাওয়া যায়নি|গতবার আইপিএল যখন শুরু হয়েছিল তখন সিএসকের ক্যাপ্টেন ছিল রবীন্দ্র জাদেজা কিন্তু টানা ম্যাচ হারার পর তাকে ক্যাপটেনশিপ থেকে সরানো হয় এবং ধনিকে পুনরায় ক্যাপ্টেন করা হয় |

 

 

আগেরবারের লজ্জাজনক হারের পর তারা এইবারে পুনরাগমন করার চেষ্টা করবেন তাদের পুরনো ফর্মে |
ধনি পুনরায় ক্যাপটেনশিপ করতে চলেছেন চেন্নাই সুপার কিংসের এবং এবারের আইপিএল অকশন তাদের জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ,কারণ তারা বেশ কয়েকজন প্লেয়ারকে রিলিজ করেছে বা রিলিজ করতে হয়েছে|

যার মধ্যে ব্রাভোর নাম সবার প্রথমে আসে, ব্রাভো চেন্নাই সুপার কিংসের নানা গুরুত্বপূর্ণ জিতের অংশীদার ছিল, ব্রাভোর চেন্নাই সুপার কিংস থেকে বেরিয়ে যাওয়ার চিন্তায় ভাঁজ পড়েছে বহু সিএসকে সমর্থকদের কপালে | ব্রাবো চেন্নাই সুপার কিংস থেকে বেরিয়ে যাবার পর সিএসকে একজন আন্তর্জাতিক অলরাউন্ডারের খোঁজে রয়েছে|

ব্রাভো ছাড়াও আরো কয়েকজনকে চেন্নাই সুপার কিং রিলিজ করেছে যার মধ্যে রবিন উথাপ্পার নাম উল্লেখ্য |
আগামী 23 শে ডিসেম্বর আইপিএলের মিনি অকশনে চেন্নাই সুপার কিংসের নজর থাকবে বেশ কয়েকজন প্লেয়ারের উপর তার মধ্যে উল্লেক্ষ্য হচ্ছে স্যাম কারাণ যিনি 2021 সালের আইপিএলে বিজয়ী চেন্নাই সুপার কিংস দলের অংশ ছিলেন|এছাড়া সাউথ আফ্রিকান প্লেয়ার রিলি এবং মানিশ পান্ডে ওপরও তাদের নজর থাকবে|সব মিলিয়ে আগামী 23 শে ডিসেম্বর মিনি অকশন চেন্নাই সুপার কিংস এর জন্য এক গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে|