রাজস্থান বিরুদ্ধে জয় ছিনিয়ে আনতে যেভাবে ছক সাজাচ্ছে কলকাতা নাইট রাইডার্স

56

আজ দুবাইয়ের ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে কলকাতার মুখোমুখি হতে চলেছে রাজস্থান। এর আগে দুটো ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী রাজস্থান। প্রথম ম্যাচে চেন্নাই এবং দ্বিতীয় ম্যাচে পঞ্জাবকে হারিয়ে জয়ী হয়েছিল স্টিভ স্মিথের দল। তবে কলকাতা নাইট রাইডার্সও যে কোনও অংশে কম যায়না, প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে হারলেও দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদকে হারিয়ে ৭ উইকেটে জয়ী হয়েছিল তারা। আর এবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স । আর আজকের ম্যাচের জন্য সেভাবেই ছক সাজাচ্ছে তারা। যেমন, আজকে ওপেনিংয়ে থাকতে পারেন হার্ড হিটার সুনীল নারিন। নারিনের সঙ্গী হতে পারেন শুভমান গিল। এরপর কেকেআরের ভরসা নীতিশ রাণা। এবং শেষে অধিনায়ক দীনেশ কার্তিক। জানা গিয়েছে, মিডল অর্ডারে থাকতে পারেন ইয়ন মরগ্যান। হার্ড হিটারে থাকছেন আন্দ্রে রাসেল। মিডল অর্ডারের শেষ দিকে ঝড় তুলতে পারেন প্যাট কামিন্স। অবশেষে ম্যাচের মোড় ঘোড়া ঘোরানোর জন্য থাকছেন কূলদীপ যাদব।

এই গেল ব্যাটিং এর পরিকল্পনা, এবার আসা যাক, বোলিংয়ের ক্ষেত্রে, প্রথমেই থাকতে পারে থাকছেন শিভম মাভি, স্ট্রাইক বোলার হিসেবে দলে থাকছেন কমলেশ নাগরাকোটি। পেস আক্রমণে ধার বাড়াতে কামিন্সের সঙ্গী হবেন বরুণ চক্রবর্তী।