সুনীলের হ্যাটট্রিকে বেঙ্গালুরু ইতিহাসের সামনে

বেঙ্গালুরু এফসি – ৩ (সুনীল ছেত্রী – ৩)

এফসি পুনে সিটি – ১ (জোনাথান লুকা)

বেঙ্গালুরু এফসি ৩-১ এগ্রিগেটে জয়ী

দুবারের আইলিগ ও দুবারের ফেডারেশন কাপ জয়ী দল বেঙ্গালুরু এফসি এক অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মার্সেলিনো, লুকা সমৃদ্ধ এফসি পুনে সিটিরর সামনে। পুনেতে সেমিফাইনালের প্রথম লেগে ০-০ ড্র করার পর এই ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল দুই দলের কাছে।

বড় ম্যাচে সর্বদা জ্বলে ওঠেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী। এবং কান্তিরাভায় ২৫ হাজার দর্শকের সামনে হ্যাটট্রিক করেন বেঙ্গালুরুর নয়নের মণি সুনীল। প্রথমে উদান্তা সিং এর দ্বিতীয় পোষ্টে রাখা ক্রসে গোল করেন ১৫ মিনিটে। এরপর ভারতীয় ও বেঙ্গালুরুর ক্যাপ্টেনকে বক্সে ফাউল করেন তারই ভারতীয় সতীর্থ সার্থক গোলুই। পেনাল্টি থেকে গোল করে নিজের ও বেঙ্গালুরুর দ্বিতীয় গোল করে ফাইনালের দিকে পা বাড়ায় সুনীল। কিন্তু পুনে হঠাতই ঝটকা দিল অ্যাওয়ে গোল করে। ৮২ মিনিটে জোনাথান লুকার দুরন্ত ফ্রিকিকে গোলকিপার গুরপ্রীতকে পরাস্ত করেন। কিন্তু ম্যাচের নায়কের বড় পুরস্কার এল ৮৯ মিনিটে। ডেলগাডোর লম্বা পাসকে তাড়া করে সুনীল নিজের হ্যাটট্রিক ও টুর্নামেন্টের ১৩ নম্বর গোল করেন। এর ফলে ৩-১ এর এগ্রিগেটে ফাইনাল খেলবে বেঙ্গালুরু তাদেরই ঘরের মাঠে।