মার্টেন্সের ভলি চেনাল বেলজিয়ামের জাত

এবারের বিশ্বকাপের ডার্ক হর্স বা কালো ঘোড়া বলা হচ্ছে এই বেলজিয়াম টিমকে। কিন্তু তাদের ভারসাম্য ও প্রতিভা দেখলে যেকোনও বিশ্বমানের দলকে হারাতে পারে তারা।

বেলজিয়াম – ৩ (মার্টেন্স, লুকাকু – ২)

পানামা – ০

এবারের বিশ্বকাপের ডার্ক হর্স বা কালো ঘোড়া বলা হচ্ছে এই বেলজিয়াম টিমকে। কিন্তু তাদের ভারসাম্য ও প্রতিভা দেখলে যেকোনও বিশ্বমানের দলকে হারাতে পারে তারা। আজকের খেলায় তারই প্রদর্শন দেখতে পেলাম। প্রতিপক্ষ দূর্বল হলেও পারফর্মেন্স ও দাপটে কোনও ত্রুটি রাখেনি রবার্তো মার্টিনেজের দল। অন্যদিকে প্রথমবারের জন্য বিশ্বকাপ খেলতে আসা এই পানামা দলের কিন্তু উন্নতি করার অনেক জায়গা আছে। হয়ত তারা এই গ্রুপ থেকে পরের রাউন্ডে যেতে পারবে না, কিন্তু গ্রুপের বাকি দলগুলোকে ভালো টক্কর দেবে তা দেখা গেল আজকের ম্যাচে।

প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারত বেলজিয়াম যদি রোমেলু লুকাকু বলটি টার্গেটে রাখতে পারতেন। একের পর এক আক্রমণে ঝাঁঝরা করে দেয় তারা পানামা রক্ষণকে। পানামার অধিনায়ক টোরেস বেশ কিছুবার ট্যাকেল করে দলকে বাঁচান। একটানা সুযোগ তৈরি করছিল হ্যাজার্ড – লুকাকু – ডি ব্রুইনরা, কিন্তু গোল আর হয়না। পানামা কয়েকবার তাদের স্ট্রাইকার ব্লাস পেরেজের দিকে বল বাড়িয়ে আক্রমণের চেষ্টা করে। কিন্তু বেলজিয়ামের রক্ষণের সামনে পেরে ওঠে না। প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধেও বেলজিয়ামের একটানা আক্রমণ দেখা যায়।বল পজেসন হোক বা খেলার ধরণ, নবাগত পানামাকে নিয়ে তারা রীতিমত ছেলেখেলা করেছে বলাই যায়। বেলজিয়ামের হয়ে গোল আসে ৪৭ মিনিটে। ড্রিয়েস মার্টেন্সের অসাধারণ দুরপাল্লার ভলি পরাস্ত করে পানামার গোলরক্ষক পেনেডোকে। এগিয়ে যায় বেলজিয়াম। ৫৪ মিনিটে ম্যাচের সবথেকে ভালো সুযোগ পায় পানামা। মুরিলো ভালোমতো বলটিকে ধরে শট মারলে বেলজিয়ামের গোলরক্ষক কুর্তোয়া তা প্রতিহত করে। বেলজিয়াম গোল পাওয়ার পরেও আক্রমণ ছাড়েনি। ৬৯ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোল পায় বেলজিয়াম। ডি ব্রুইনের ক্রস থেকে রোমেলু লুকাকুর হেডার পরাস্ত করে গোলরক্ষককে। এরপর ৭৫ মিনিটে ফের গোল করে বেলজিয়াম ও লুকাকু। ইডেন হ্যাজার্ডের পাস ধরে আগুয়ান গোলরক্ষকের উপর দিয়ে চিপ করে নিজের দ্বিতীয় গোল অর্জন করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকার। ৮৫ মিনিটে পানামা সুযোগ পেলেও কুর্তোয়া তা বাঁচান। অতিরিক্ত সময়ে অঘটন ঘটতে পারত। গোললাইন ছেড়ে কুর্তোয়া বেরিয়ে এসেছে দেখে লম্বা শট মারে পানামার এক খেলোয়াড়। কিন্তু কুর্তোয়া তা বাইরে পাঠান অতি সহজেই। ৩-০ ব্যবধানে জয়লাভ করে বেলজিয়াম।