আরো একবার রেকর্ড তালিকায় পি.ভি.সিন্ধু!

২০১৮ বিশ্ব চ্যাম্পিয়ন্সিপে সিলভার এবং ২০১৮ কমোনওয়েলথ গেমস-এ মিশ্র দলের হয়ে সোনা জয়ের মধ্যে দিয়ে সিন্ধুর স্বপ্নের জয়যাত্রা অব্যাহত।

103

২০১৬ ব্রাজিল অলিম্পিকে সিলভার জয়ের পর থেকেই পি.ভি.সিন্ধুর জয়গান ছড়িয়ে পরেছে বিশ্বজুড়ে।বর্তমানে মহিলা ব্যাডমিন্টন বিশ্ব র‍্যাঙ্কিং-এ তিনি তৃতীয় স্থানে বিরাজ করছেন।

২০১৮ বিশ্ব চ্যাম্পিয়ন্সিপে সিলভার এবং ২০১৮ কমোনওয়েলথ গেমস-এ মিশ্র দলের হয়ে সোনা জয়ের মধ্যে দিয়ে সিন্ধুর স্বপ্নের জয়যাত্রা অব্যাহত।

তার এই সাফল্য তাকে এনে দিয়েছে এক অনন্য সম্মান।

ব্রাজিল অলিম্পিকে পিভি. সিন্ধুর হুংকার!

সম্প্রতি ফোর্বস সংস্থার পক্ষ থেকে প্রকাশিত সর্বোচ্চ বেতনপ্রাপ্ত প্রথম ১০০ জন মহিলা ক্রীড়াবিদের তালিকা প্রকাশিত হয়। সেই তালিকার প্রথম দশজন তথা সপ্তম স্থানে রয়েছেন ভারতকন্যা সিন্ধু। তার বার্ষিক আয় ৮.৫ মিলিয়ন ইউএসডি। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৬০ কোটি টাকা।

এই তালিকার প্রথম স্থানে রয়েছেন সেরেনা উইলিয়াম। তার ববার্ষিক আয় ১৮.১ মমিলিয়ন ইইউএসডি। এই নিয়ে পর পর তিনবার তিনি এই তালিকার প্রথম স্থান অর্জন করেছেন।

প্রথম দশ জন মহিলা ক্রীড়াবিদদের মধ্যে সিন্ধু একমাত্র ব্যাডমিন্টন খেলোয়াড়, বাকি আট জন ক্রীড়াবিদ টেনিস খেলার সাথে যুক্ত এবং রেসিং দুনিয়ার সবচেয়ে সফল মহিলা ড্রাইভার ড্যানিকা প্যাট্রিক রয়েছেন এই তালিকায়।

পূর্বে জুনমাসে ফোর্বস প্রথম ১০০জন সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করে, যেখানে কোনো মহিলা ক্রীড়াবিদের নাম উল্লেখ ছিলনা।

শুধু খেলার কোর্টেই নয় সিন্ধু এখন কোর্টের বাইরেও অন্যতম শ্রেষ্ঠ মহিলা ক্রীড়াবিদ।