কবে নাগাদ বর্ষা ঢুকছে রাজ্যে? স্বস্তির বার্তা দিল আলিপুর আবহওয়া দপ্তর

43

একদিকে রাজ্যজুড়ে করোনার প্রকোপ অব্যাহত। ঠিক তার অন্যদিকে মাথার উপরে চাঁদি ফাটা রোদ। বাতাসে বেড়েছে আর্দ্রতার পরিমাণ। ভ্যাপসা গরমে নাজেহাল মহানগরী তিলোত্তমা। আর এরমাঝে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহওয়া দপ্তর। আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী চলতি সপ্তাহতেই রাজ্যে বর্ষা আসতে চলেছে। এই রাজ্যেও নির্দিষ্ট সময়ের মধ্যেই বর্ষা ঢুকতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের হাত ধরে বর্ষার আগমনে হবে বঙ্গে ।

উল্লেখ্য, দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ুর প্রভাবে গত ১ জুন থেকেই কেরলে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। মৌসম ভবনের অনুমান, এ বছর স্বাভাবিক হারেই বৃষ্টি হবে ভারতে। উত্তরবঙ্গে সাধারণত ৫ থেকে ৮ জুনের মধ্যে বর্ষা আসে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ১১ তারিখের মধ্যে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যায়। জানা গিয়েছে, চলতি মাসের ১১ তারিখে বর্ষা আসার কথা। সেদিকে লক্ষ্য রেখেই আবহওয়াবিদরা জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে রাজ্যে ঢুকে পড়তে পারে বর্ষা।