সহজপাঠ লেখার জন্য বিখ্যাত বিদ্যাসাগর, জনসমক্ষে বললেন দিলীপ ঘোষ

সহজপাঠের লেখকের নাম পরিবর্তন করে সমালোচনার মুখে পড়তে হল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে।তাঁর কথায় ,বিদ্যাসাগর বিখ্যাত ছিল সহজপাঠের জন্য।কিন্তু সহজপাঠ লেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।এই নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।এমনকি দিলীপ ঘোষের এহেন মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ট্রল শুরু হয়ে গিয়েছে।

উল্লেখ্য,শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ বাবু। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা প্রসঙ্গে তিনি বলেন,”মূর্তির জন্য কান্না কাটি করছে সাধারন মানুষ সেটা বুঝে গেছে।এই চালাকির রাজনীতি, ড্রামার রাজনীতি পশ্চিম বাংলা সহ্য করবে না।আমরা সিপিএমের আমলে দেখতাম,সিপিএমের পার্টি কর্মীকে মেরে সিপিএম রাজনীতি করত।নির্বাচনে জেতার জন্য মূর্তি বানাতো।আর আজ টিএমসি সেটাই করছে মূর্তির রাজনীতি করছে সাধারন মানুষ সহ্য করবে না।এর পরেই শুরু হল সেই ঐতিহাসিক কথা।যা শুনে আপনার নিজের গালে চড় মারতে মন যাবে।কী এমন বললেন দিলীপ বাবু?যার জন্য বিখ্যাত বিদ্যাসাগর সেই সহজপাঠ ।যেটা আমরা ছোটো বেলায় পড়েছি।সেটাকেই সিপিএম তুলে দিয়েছে।টিএমসি কি সেটা চালু করেছে?শুধু ড্রামা করছে।”