রাজ্যে পালিত হবে ‘খেলা হবে’ দিবস, ঘোষণা মুখ্যমন্ত্রীর

53

তৃতীয়বারের মত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, খেলা হবে নামে রাজ্যে নতুন প্রকল্প আনা হবে। সেমতই আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান,শুধু প্রকল্প নয় রাজ্য সরকার খেলা হবে দিবস পালন করবে। মূলত, এবারের নির্বাচনে সাধারণ মানুষ খেলা হবেতে উৎসাহ প্রকাশ করেছেন। তাই আমাদের এবার থেকে খেলা হবে দিবস পালন করা হবে। তবে কোন তারিখে এই দিবস পালন করা হবে, তা তিনি অবশ্য ঘোষণা করেননি।

উল্লেখ্য, ভোট পরবর্তী অশান্তি নিয়ে গতকালই নবান্নে রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে বৈঠক করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের দুই প্রতিনিধি। ডিজি বীরেন্দ্রর সঙ্গে প্রায় আধ ঘণ্টা বৈঠক করেন তাঁরা। মুখ্যমন্ত্রীর দাবি, তাঁর কাছে খবর আছে, জাতীয় মানবাধিকার কমিশন বিজেপির সক্রিয় সদস্য হয়ে কাজ করছে। তাঁর আরও দাবি, যিনি মানবাধিকার কমিশনের দায়িত্বে আছেন, তিনি বিজেপির সক্রিয় সদস্য। শুধু তাই নয়, একহাত নেন নির্বাচন কমিশনকেও। মুখ্যমন্ত্রীর অভিযোগ, নির্বাচন কমিশন মদত না দিলে রাজ্যে বিজেপি ৩০টা আসনও পেত না। মোদি-অমিত শাহ-বিজেপি যা বলেছে, কমিশন সেইমতো কাজ করেছে। যদিও বাংলা কোনও ধমকানি-চমকানিতে ভয় পায় না বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। তাঁর অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে। মমতা জানান, বিধানসভা ভোট হয়েছিল ৮ দফায়, খেলা হবে স্লোগান দিয়ে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।