পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার খরচ বহন করবে রাজ্য, জানালেন মমতা

59

পরিযায়ী শ্রমিকদের নিয়ে গোটা দেশ এই মূহুর্তে উত্তাল।কারন যেভাবে একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু সহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন তাঁরা।পাশাপাশি অনেকেই আবার খেতে পাচ্ছেন না এই খবরগুলো যখন উঠে আসছে,তখন আক্রমনের মুখে পড়ছে কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকার।এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তাঁর মানবিক জায়গা থেকে বড়সড় সিদ্ধান্তের কথা জানালেন। শনিবার মুখ্যমন্ত্রী টুইট করে জানান,যে সমস্ত পরীযায়ী শ্রমিক বাইরে রয়েছেন।তাঁদের বাড়ি ফিরিয়ে আনার যাবতীয় খরচ সমস্তটাই রাজ্য সরকার বহন করবে।ইতিমধ্যে সেই নিয়ে রেলকে চিঠি দিয়েছে রাজ্য সরকার।

এই পরিস্থিতিতে বিশেষজ্ঞ মহল মনে করছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এটা একটা বড় সিদ্ধান্ত। তার কারন রাজ্যের যে আর্থিক অবস্থা সে জায়গায় দাঁড়িয়ে একদিকে কিন্তু পরীযায়ী শ্রমিকদের জন্য এক হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।পাশাপাশি পরীযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসার পর তাঁদের কাজের ব্যবস্থার পরিকল্পনা করছে।একই সঙ্গে অনেকেই রাজ্যে ফিরে আসার জন্য টিকিট কাটতে পারছেন না ,কারন হাতে টাকা নেই।সেই রকম একটা অবস্থার মধ্য দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এমন একটা বড় সিদ্ধান্তের কথা জানালেন।