হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার, শিক্ষক নিয়োগ নিয়ে অস্বস্তির খবর

84

উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে হাইকোর্টে বড় সড় ধাক্কা খেল রাজ্য সরকার! প্রায় সাড়ে ১৪ হাজার শূন্যপদে নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হয়েছে। এদিন বুধবার এই রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায়। এবং এই মামলার পরবর্তী শুনানি আগামী ৯ জুলাই। মূলত, নিয়োগের প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। এবং সেই মামলায় বলা হয়েছিল নিয়ম মেনে তালিকা প্রকাশ হয়নি।

উল্লেখ্য, গত ২১ জুন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পুজোর আগেই রাজ্যে উচ্চ প্রাথমিকে সাড়ে ১৪ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। তিনি আরও জানান, আদালতে মামলা চলার জেরে নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল। এবার সেই প্রক্রিয়া চালু করা হবে। পুজোর পরে প্রাইমারিতে আরও সাড়ে সাত হাজার শিক্ষক নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এও আশ্বস্ত করেছিলেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার উপর জোর দেবে রাজ্য সরকার। শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরই নিয়োগ করা হবে, একমাত্র মেধাই তাঁদের পরিচয় হবে। কারও কাছে লবি করার প্রয়োজন নেই। যারা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় পাশ করেছেন, যোগ্য প্রত্যেকে চাকরি পাবেন। আদালতে মামলা চলছিল বলে এতদিন নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল।