সন্দেশখালির ঘটনার প্রতিবাদে রাজ্যে পথে নামছেন প্রধানমন্ত্রী

62

সন্দেশখালির ঘটনার প্রেক্ষিতে বাংলায় নারী নির্যাতনের অভিযোগে সরব হয়েছে বিজেপি। আর লোকসভা ভোটকেমাথায় রেখে সেই প্রতিবাদের মুখ হিসেবে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলে ধরতে চাইছে বিজেপি। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। তার আগের দিন, অর্থাৎ, বৃহস্পতিবার, ৭ মার্চ সন্দেশখালির ঘটনার বিরুদ্ধে মহিলাদের নিয়ে মোদি পদযাত্রা করবেন বলে খবর। বারাসাতে হবে এই কর্মসূচি।

 

সূত্রের খবর, গতকাল, শনিবার দিল্লিতে রাজ্যের শীর্ষ নেতাদের এমনটাই জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংঘঠন বিএল সন্তোষ। বিজেপি নেতাদের দাবি ৬ মার্চ প্রধানমন্ত্রী রেল সহ একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন। পরদিন উত্তর ২৪ পরগনার সদর শহরে মহিলাদের সঙ্গে রাস্তায় হাঁটবেন।