পুলিশ কমিশনার আমাকে মেরেছে ও গালাগালি দিয়েছে,বললেন অর্জুন সিং

আক্রান্ত বিজেপি সাংসদ অর্জুন সিং।ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য অর্জন সবংয়ের উপর হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।শ্যামনগর ফিডার রোডের ঘটনা।দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ।

আজ,রবিবার সকালে শ্যামনগর ফিডার রোডে দলীয় কার্যালয় দখল নেওয়ার চেষ্টা করে তৃণমূল।বিজেপির দাবি,সেটি তাদের দলীয় কার্যালয়।তৃণমূল সেটা দখল করার চেষ্টা করে।তখন বিজেপি কর্মী সমর্থকরা বাঁধা দেওয়ার চেষ্টা করে।ফলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয়।ঘটনাল খবর পেয়ে ঘটনাস্থলে ততক্ষনাত যান সাংসদ অর্জুন সিং।সেখানে তাঁর গাড়ির উপর হামলা চালায় তৃণমূল সমর্থকরা বলে অভিযোগ বিজেপির।এলাকায় মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী।এদিন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের অভিযোগ, তৃণমূল তাঁকে খুনের চক্রান্ত করছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় যান ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা।এলোপাথারি ইট ছুঁড়ে স্থানীয়রা।ইটের আঘাতে আহত হন কমিশনার।মাথা ফাটে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের।এদিন তৃণমূলের পাশাপাশি পুলিশকেও দুষলেন সাংসদ অর্জুন সিং।তাঁর অভিযোগ, “পুলিশ কমিশনার তাঁকে মেরেছে ও গালাগালি দিয়েছে।”