গুলিতে ঝাঁঝরা তৃণমূল কর্মীর বুক! উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনা

318

তৃণমূল কর্মীকে গুলি করে খুন। আজ, শনিবার সকালে এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। পুলিস সূত্রে খবর, ভরতগড় বাজার থেকে ফিরছিলেন তৃণমূল কর্মী জানে আলম গাজি (৩২)। সেই সময়ই কয়েকজন তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ৪-৫ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি আলমের বুকে লাগে। গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় ক্যানিং হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে গুলি চালানোর ঘটনা অবশ্য অস্বীকার করা হয়েছে পুলিসের পক্ষ থেকে। তাঁরা জানিয়েছেন ধারালো অস্ত্র দিয়েই খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ব্যক্তিগত আক্রোশ নাকি অন্য কোনও কারণে খুন সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অকুস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

সূত্রের খবর, সন্দেহভাজন চারজন আটক করে জিজ্ঞাসাবাদও করছে পুলিস। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। এই ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই খুনের নেপথ্যে গেরুয়া শিবিরের হাত রয়েছে। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।পাশাপাশি দাবি করা হয়েছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনাটি ঘটেছে।