স্কুল সার্ভিস কমিশন অপদার্থ, উচ্চপ্রাথমিকে নিয়োগ নিয়ে মন্তব্য হাইকোর্টের

116

উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করছে কলকাতা হাইকোর্ট। আজ সেই মামলায় স্কুল সার্ভিস কমিশনকে রীতিমতো ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন বিচারপতি বলেন, স্কুল সার্ভিস কমিশন অপদার্থ। কোন আধিকারিকরা কমিশন চালাচ্ছেন? এই কমিশনকে অবিলম্বে খারিজ করা উচিত। শুধু তাই নয়, বিচারপতির প্রশ্ন, ২০১৯-এর অক্টোবরে শিক্ষক নিয়োগ নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা মানা হয়নি কেন? নির্দেশ মেনে ইন্টারভিউ লিস্ট প্রকাশ হয়নি কেন? বিচারপতির পর্যবেক্ষণ, ৫ বছরে কমিশন নিয়োগ করতে পারেনি, এই কমিশনকে অবিলম্বে খারিজ করা উচিত ।

এদিকে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। আজ দুপুর ২টোয় তাঁকে তলব করেছে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। উল্লেখ্য, নিয়োগের প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। এবং সেই মামলায় বলা হয়েছিল নিয়ম মেনে তালিকা প্রকাশ হয়নি। অনেক পরীক্ষার্থীই বেশি নম্বর পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি। এরপরেই উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে স্থগিতাদেশ জারি করছে কলকাতা হাইকোর্ট।