জুড়ে গিয়েছে রুটিরুজির সম্পর্ক, লোকাল ট্রেন চালু হওয়া নিয়ে হতাশার ইঙ্গিত

240

গত ১ অক্টোবর থেকে সারা দেশজুড়ে লাগু হয়েছে আনলক ৫.০। কিন্তু  ১৫ই অক্টোবর থেকে বিভিন্ন সিনেমা হল ও এনটারটেনমেন্ট পার্ক খুলে দেওয়া হলেও আনলক ৫.০ তে বলা হয়নি কবে থেকে চাকা গড়াবে লোকাল ট্রেনের। যেকারনে ইতিমধ্যে বিরক্তি ক্রমশ বেড়েই চলেছে ট্রেনের নিত্যযাত্রী ও হকারদের। এবিষয়ে ভারতীয় রেলের দপ্তরে করা হয়েছে ইমেল। ই-মেল গিয়েছে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের কাছেও। শিয়ালদা স্টেশনে ডিআরএম বিল্ডিং পরিদর্শনে আসা পূর্ব রেলের ডেপুটি জেনারেল ম্যানেজারের হাতে স্মারকলিপিও তুলে দিয়েছেন ওঁরা।  কিন্তু কবে লোকাল ট্রেন চালু হতে পারে, তার আভাসমাত্র এখনও পর্যন্ত পাওয়া যায়নি।। তবে এবার লোকাল ট্রেন পরিষেবা নিয়ে মুখ খুললেন পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী, তিনি বলেছেন, শহরতলির ট্রেন চালু করার কোনও তথ্যই এখনও আমাদের কাছে নেই। তথ্য পেলেই প্রকাশ করা হবে।’

অন্যদিকে,বেঙ্গল রেলওয়ে প্যাসেঞ্জার্স অ্যান্ড ভেন্ডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক পুণ্ডরীকাক্ষ কীর্তনীয়া বলছেন, ‘আমরা জুন মাসে প্রথম রেল বোর্ডকে মেল পাঠিয়ে শহরতলির ট্রেন চালুর আর্জি জানাই। ছোট ব্যবসায়ী, দোকান কর্মচারীরা তো পুরোপুরি লোকাল ট্রেনের উপরেই নির্ভরশীল। তাঁদের কথা তো ভাবতে হবে? উল্লেখ্য, আলনক ৫.০ নির্দেশিকা জারি হবার আগে অনেকেই মনে করেছিলেন, পুজোর আগে থেকেই লোকাল ট্রেনের চাকা গড়াবে। কিন্তু গাইডলাইন প্রকাশ হবার পরে সে আশায় জল ঢালতে হয়েছে। এরপরেই রুটিরুজির সম্পর্ক জুড়ে গিয়েছে লোকাল ট্রেন পরিষেবা নিয়ে। এবং এবিষয়ে রেলযাত্রী সমিতির সক্রিয় সদস্য অর্ণব সাধুখাঁ বলছেন, ‘লোকাল ট্রেন চালু না হলে বহু মানুষ না-খেয়ে মারা পড়বেন।