বনমন্ত্রীর পদ ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়

46

শুভেন্দুর পর কি এবার রাজীব? রাজ্য রাজনীতিতে এমন প্রশ্নই বেশ কয়েকদিন ধরে দানা বাঁধছে। কারন, দলের বিরুদ্ধে মুখ খুলে ৫টে মন্ত্রিসভার বৈঠক এড়িয়েছেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আর এবার মন্ত্রিত্ব ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায় । আজই বনমন্ত্রীর পদ ত্যাগ করেন তিনি । এখন তিনি শুধুমাত্র ডোমজুড়ের বিধায়ক হিসেবে পরিচত হবেন। এদিন মুখ্যমন্ত্রীর কাছে তিনি পদত্যাগপত্র পাঠান । আজই তাঁর রাজভবনে যাওয়ার কথা রয়েছে ।

উল্লেখ্য, গত শনিবার ফেসবুক লাইভে এসে অসন্তোষের কথা ব্যক্ত করেন। তিনি প্রশ্ন তোলেন, ‘যখন দেখা যায় কর্মীদের সম্মান দেওয়া হয় না তখন কিছু বললে অন্যায়? পাশাপাশি স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষ চন্দ্র বসুকে স্মরণ করে তিনি বলেন, ” এই যুবসমাজ একজনকে চাইছে, যে পথ দেখাতে পারবে। খারাপ লাগে যুব ভাইবোনেরা চাকরি পেয়ে পেয়ে পাচ্ছে না। কিন্তু লক্ষ্য যদি দেখানো যায়, তাহলে অনেকে সফল হয়। অন্য রাজ্যে চলে যাচ্ছে, অন্য দেশে চলে যাচ্ছে। তখন দুঃখ হয়। রাজীব আরও জানান, আমি যখন কিছু বলছি সেটা নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু ভাল কাজ বাধা দিচ্ছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে না। কেউ যখন অন্যভাবে নিয়ে বাকানোর চেষ্টা করছে, তখন তাকে বলা হচ্ছে না। তাহলে কি যেটুকু বলা হবে সেটুকুই করব, নিজের কোনও স্বাধীনতা থাকবে না?