শুভেন্দুর ছবিতে নেই কোন তৃনমূলের প্রতিকী চিহ্ন, দাদার অনুগামীর প্রচারে কিসের ইঙ্গিত?

71

একুশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাসখানেক আগে গঠিত হয়েছে তৃণমূলের নতুন রাজ্য কমিটি। তৃণমূলের একাংশের অভিযোগ,ওই কমিটিতে গুরুত্ব দেওয়া হয়নি নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তারপর থেকেই তৃণমূল সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করেছিল বলে মনে করছিল বিরোধি রাজনৈতিক মহল। তবে গত ১৩ অক্টোবর পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে সমন্বয় সভা এবং পূজা গাইড ম্যাপ উদ্বোধন অনুষ্ঠান হাজির হয়ে সেই জল্পনার অবসান ঘটান স্বয়ং শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিনি জানান, এক হয়ে লড়তে হবে। আমি যেরকম দলের সঙ্গে আছি,তোমরা দলের সঙ্গে থেকে লড়াই করো। তবে এই জল্পনার অবসান ঘটতেই আরেকটি নতুন জল্পনার শুভারম্ভ হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। যেখানে দেখা যাচ্ছে, একটি ব্যানারেও রয়েছে শুভেন্দুর বড় ছবি, লেখা আছে ‘দাদার অনুগামী’ বলে। নেই কোন তৃনমূলের প্রতিকী চিহ্ন পাশাপাশি নেই নেত্রীর ছবি। তবে কেন এমন প্রচার? এই নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে । তবে জানা গিয়েছে, রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নেতা মেনেই সামাজিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে এই অনুগামীরা। যেমন, বুধবারও সবংয়ে মাস্ক, স্যানিটাইজার, সাবান বিলি করেছেন “আমরা দাদার অনুগামীরা”। একইসঙ্গে বাইক মিছিলও হয়েছে।

এদিক, দলের মধ্যে থেকেও এই দাদার অনুগামীদের কর্মসূচি নিয়ে মুখ খুলতে চাইছেন না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু সূত্রের খবর, বেশ কিছু ক্ষেত্রে বাধাও এসেছে এই অনুগামীদের কর্মসূচিতে। পাশাপাশি সূত্র মারফত এও জানা গিয়েছে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলায় সরকারি কর্মসূচিতে অংশ নিলেও দলীয় ভার্চুয়াল বৈঠকে হাজির থাকছেন না তিনি। উল্লেখ্য, কিছু দিন আগেই দিল্লিতে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু, এই নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছিল। অথচ তিনি তখন নিজের বাড়িতেই ছিলেন বলে জানা যায়।