যেই নন্দীগ্রাম মমতাকে ক্ষমতায় এনেছিল, সেই নন্দীগ্রামে পড়ল মমতার নামে গো–ব্যাক পোস্টার

74

আর কিছুক্ষণের মধ্যে আজ নন্দীগ্রামে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৭-এর পর এই প্রথম নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় হাজির থাকবেন না অধিকারী পরিবারের কোনও সদস্য। উল্লেখ্য, এই নন্দীগ্রাম ও সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে ক্ষমতায় এসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সভা শুরুর আগেই সেখানে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায় নামে গো–ব্যাক পোস্টার। তাতে আরও সরগরম হয়ে উঠেছে রাজ্য- রাজনীতি। এদিন নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদ-১ অঞ্চলে বিস্তৃর্ণ এলাকা ছেয়ে গেল ‘মমতা ব্যানার্জি গো-ব্যাক’ লেখা পোস্টারে। ভোরবেলা এলাকাবাসী ঘুম থেকে উঠেই এই পোস্টারগুলি দেখেন। ফলে মুহূর্তে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে যায় শাসকদলের নেতারাও। এখনও পর্যন্ত জানা গিয়েছে রাতের অন্ধকারে কেউ বা কারা এই পোস্টারগুলি লাগিয়ে গিয়েছে। এই ঘটনার পরই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে ব্যাপক মাত্রায়।