বিচার পায়নি নন্দীগ্রাম, ভরা সভায় বিস্ফোরক শুভেন্দু অধিকারী

67

শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দোষীদের শাস্তির দাবিতে শুভেন্দু অধিকারী নেতৃত্বে মোমবাতি মিছিলে সামিল হলেন নন্দীগ্রামের মানুষ। গত শনিবার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়, এবং শেষ হয় জরিরপুলে গিয়ে । উল্লেখ্য, ২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে পুলিশি অভিযানের নামে পুলিশ ও সশস্ত্র হার্মাদ বাহিনী একযোগে আক্রমণ করে বলে অভিযোগ ওঠে । তাদের আক্রমণে ১৪ জন জমি আন্দোলনকারীর দেহ উদ্ধার হয়। আজও নিখোঁজ রয়েছেন অনেকে।

শনিবার সকালে সেই ১৪ মার্চ গণহত্যার স্মরণে গোকুলনগর ও ভাঙাবেড়ায় শহিদ স্মরণ অনুষ্ঠান করা হয়। শহিদদের শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সন্ধ্যে বেলায় হয় মোমবাতি হাতে নিয়ে জ্যোতি মিছিল। এদিন সকালে শহিদদের শ্রদ্ধা জানাতে এসে নন্দীগ্রামের গণহত্যাকারীদের শাস্তির দাবিতে সরব হন মন্ত্রী। বলেন, যদি ৮৪ সালের শিখ দাঙ্গার দোষীরা শাস্তি পায়, ৯৬ সালের ভাগলপুর দাঙ্গার শাস্তি হতে পারে তাহলে নন্দীগ্রামের গণহত্যার লোকরা বাইরে ঘুরে বেড়াবে কেন? যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলি করল। ৪৫ জন মেয়েকে ধর্ষণ করল। বিচার তো চাইতেই হবে। নন্দীগ্রাম বিচার পায়নি। বিচার না পাওয়া প্রসঙ্গে শুভেন্দু অভিযুক্ত করেন সিবিআই কে। তিনি বলেন, ‌নন্দীগ্রাম কেন বিচার পায়নি ভবিষ্যতে এর জবাব সিবিআইকে দিতে হবে।