বাপ–ঠাকুরদা তুলে গালাগালি, তৃণমূল ছেড়ে বিজেপিতে শিশির অধিকারী?

58

২৪ মার্চ অর্থাৎ বুধবার মোদীর সভায় গেরুয়া শিবিরে যোগদান করতে চলেছেন শিশির অধিকারী। এবিষয়ে ছেলে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রধানমন্ত্রী সভায় শিশির অধিকারীর অংশগ্রহণের সম্ভাবনাও রয়েছে। তাই আপেক্ষা করুন। আমি বলব আরও আগে যেতে। ২১ তারিখ এগরায় অমিত শাহের সভা আছে। এদিকে শিশির অধিকারী জানিয়েছেন, দিন থেকে শুভেন্দু বিজেপিতে গিয়েছে, সেদিন থেকেই আমার বাপ–ঠাকুরদা–চোদ্দ পুরুষ তুলে গালাগালি করা হয়েছে। মীরজাফর, বেইমান বলা হচ্ছে! জানি না, আমরা কার খেয়েছি, কার ভোগ করেছি। যে যাই বলুক, মেদিনীপুরের লোক জানে আমরা ভোগী না ত্যাগী।

এমনকী নন্দীগ্রামের মাটিতে মমতার চোট পাওয়াকে বকলমে নাটকের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘‌যা কীর্তি করেছেন, তা বড় লজ্জার ব্যাপার। এটা জেলার পক্ষে লজ্জার। নন্দীগ্রামবাসীর পক্ষেও লজ্জার।’ পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভামঞ্চে থাকবেন কিনা সে প্রসঙ্গে শিশির বলেছেন, সুযোগ দেওয়া হলে তিনি অবশ্যই সেখানে যাবেন, আপত্তি করার কোনও কারণ নেই। উল্লেখ্য, গত ১৩ মার্চ শিশির অধিকারীর সঙ্গে তাঁর বাড়ি গিয়ে দেখা করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সেই সাক্ষাতের পর শিশিরবাবুর বিজেপিতে যোগদানের সম্ভাবনা চাওর হয়।