জ্যোতি বসুর সাধের হলদিয়া আজ লাল থেকে গেরুয়ায় পরিণত হচ্ছে

246

কংগ্রেসের রাজ্যপাট গুটিয়ে দিয়ে একনাগাড়ে ৩৪ বছর ধরে রাজত্ব করেছিল যেই দলটি, সেই দলটি আজ একুশের নির্বাচনের জন্য কংগ্রেসের সঙ্গে জোটের পরিকল্পনা করছে। তবে জোটবদ্ধ হলেও একুশে নির্বাচনে রাজ্য রাজনীতিতে তাদের প্রভাব কতখানি লক্ষ্য করা যাবে তা হয়ত সময়ই বলবে। কিন্তু বর্তমানে তাঁদের অবস্থা আরও যে সংকুচিত হচ্ছে তা, একদা সাধের হলদিয়াই আজ বুঝিয়ে দিচ্ছে। অর্থাৎ হলদিয়া সিপিএম-এর বহু চেনেমুখই যোগদান করতে চলেছেন বিজেপিতে। এখনও পর্যন্ত যা খবর অন্তত ২২ জন বাম নেতা বিজেপিতে যোগ দেবেন।

উল্লেখ্য, রামনগরে চলছে বিজেপির যোগদান মেলা। সেখানেই এ দিন হলদিয়ায় বামফ্রন্টে বড়সড় ভাঙন দেখা গেল। দেখা গেল, বহু চেনা মুখই বাম থেকে রামে যাচ্ছেন। যেমন, আজই সদলবলে বিজেপির রাজ্য শিবিরে যাচ্ছেন বিজেপিতে যোগদান করতে চলেছেন, সিপিএম জেলা সম্পাদকমণ্ডলীর প্রাক্তন সদস্য শ্যামল মাইতি। তাঁর হাত ধরেই বিজেপিতে যোগ দিচ্ছেন নেতা অশ্বিনী জানা। অশ্বিনী জানা আরএসপি রাজ্য কমিটির সদস্য। দলে রয়েছেন সিপিএম এরিয়া কমিটির সদস্য অর্জুন মণ্ডল। এদিকে দিন তিনেক আগেই দলের হাত ছেড়েছে বিদায়ী কাউন্সিলার রিঙ্কু নস্করও। সিপিএম-এর জেলা নেতৃত্ব অবশ্য বলছে, এতে কোনও ক্ষতি হবে না সিপিএম-এর। অতীতে লক্ষণ শেঠও দল ছেড়েছেন। তার ক্ষতও আজ আলিমুদ্দিন স্ট্রীটে দগদগে। উল্লেখ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সক্রিয়তায় হলদিয়ার রঙ লালে লাল হয়ে গিয়েছিল ৮০ এর দশক থেকেই। তারপরই উত্থান হয় লক্ষণ শেঠের। তবে এখন পুরোটাই অতীত। লক্ষন শেঠ এখন কংগ্রেসে।