ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ বিলিতে অনিয়ম, উত্তপ্ত পটাশপুর

60

নিজস্ব প্রতিনিধি, পটাশপুর: ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ বিলিতে অনিয়ম হয়েছে। স্বজনপোষণ করছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। আর এই অভিযোগে শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে তৃণমূলের পতাকা নিয়ে বিক্ষোভ এবং রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। জানা গেছে , পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের মতিরামপুর বাজার এলাকায় এগরা- পটাশপুর যাওয়ার রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা এবং তাঁদের সঙ্গে বেশ কিছু তৃণমূলের পতাকা হাতে কর্মী সমর্থকদের দেখা যায় বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী হয়েছিল তাতে গড়মিল রয়েছে।পাশাপাশি একশো দিনের কাজেও ব্যপক হারে গড়মিল রয়েছে। এই অভিযোগে ভিত্তিতে এদিন সকাল থেকে ওই এলাকায় বহু মানুষ জমায়েত হতে থাকে। এই মূহুর্তে রাস্তা অবরুদ্ধ। ইতিমধ্যে পটাশপুর থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে গেছে। দফায় দফায় এলাকাবাসীদের সঙ্গে কথাবার্তা বলছে পুলিশ।

যদিও শাসক দলের পক্ষ থেকে এই সব অভিযোগ উড়িয়ে দিয়েছে। তৃণমূল পক্ষ থেকে দাবি করা হয়েছে,যারা তৃণমূলের পতাকা হাতে বিক্ষোভ দেখাচ্ছেন, তারা প্রকৃত তৃণমূলের কর্মী সমর্থক কিনা খতিয়ে দেখতে হবে। এই জায়গায় কোনো ভুলত্রুটি হয়ে থাকে তার জন্য আলোচনার পথ খোলা আছে।সেই জায়গায় এইভাবে অবরোধ করে সাধারণ মানুষের জনজীবন ব্যাহত করে কোনো ভাবে আন্দোলনকে প্রশ্রয় দেওয়া যায়না।