বিজেপির কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত নন্দীগ্রাম! দিলীপ ঘোষকে ঢুকতে দিলো না পুলিশ

63
Dilip Ghosh during West Bengal State BJP `Raising Day`programme in Kolkata on November 30, 2015. Express photo by Partha Paul

বিজেপির অভিনন্দন যাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নন্দীগ্রামে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। পুলিস সূত্রে খবর, নাগরিক আইনের সমর্থনে অনুমতি না নিয়েই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে অভিনন্দন যাত্রা বের করেছিল ‌বিজেপি। চণ্ডীপুর থেকে নন্দীগ্রামে যাওয়ার পথে রেয়াপাড়াতে পুলিস তাদের বাধা দেয়। তারপরই পুলিসের সঙ্গে প্রথমে বচসা তারপর হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। আটকে দেওয়া হয় দিলীপ এবং বিজেপি নেতা সায়ন্তন বসুর গাড়ি। পূর্ব মেদিনীপুর জেলা বিজেপির অভিযোগ, নন্দীগ্রামের কেন্দুয়া মোড় থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত মিছিল করার কথা তাদের পূর্ব নির্ধারিত ছিল এবং তার জন্য তারা পুলিসের অনুমতিও নিয়েছিল। পুলিসের পাল্টা অভিযোগ, মিছিলের কারণে নন্দীগ্রামের দুটি খেয়াঘাট বন্ধ রেখেছে বিজেপি জেলা নেতৃত্ব। বাধা পেয়ে রেয়াপাড়াতে গাড়ির উপর থেকেই সিএএ সমর্থনে স্লোগান দিতে থাকেন সায়ন্তন বসু সহ বিজেপি নেতারা। গোলমালের জেরে উত্তেজনা এলাকাতে।