মুখ্যমন্ত্রীর মাথার ঠিক নেই,তাঁর ভাইদের কী হবে? কালো পতাকা দেখে পাল্টা মন্তব্য দিলীপ ঘোষের

135

প্রাতঃভ্রমণের সময় কালো পতাকা দেখানো হল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। এদিন কর্মী-সমর্থকদের নিয়ে তমলুকের স্টিমারঘাটে প্রাতঃভ্রমণে বেড়িয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। সেই সময় স্টিমারঘাট সংলগ্ন তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে তাঁকে কালো পতাকা দেখানো হয়। তবে কালো পতাকার পাল্টা “জয় শ্রীরাম” স্লোগান তুলতে দেখা যায় বিজেপির কর্মীদের। এদিকে ঘটনার বিশৃঙ্খলতা এড়াতে তমলুক থানার পুলিশ ও নিরাপত্তারক্ষীদের তৎপরতায় এলাকা ছেড়ে বেরিয়ে আসেন দিলীপ বাবু। পাশাপাশি তিনি জানান, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিশৃঙ্খলা চলছে । রাজ্যজুড়ে খুন, ধর্ষণ, লুট চলছে । তৃণমূলের কাছ থেকে মানুষ এর থেকে ভালো কিছু আশা করে না । আমরা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলাম । সেখানে যদি কেউ কালো পতাকা দেখায় তাহলে ভাবতে হবে তার মাথার ঠিক নেই । সরকার নেই, দল নেই তাই মুখ্যমন্ত্রীর মাথার ঠিক নেই, তাঁর ভাইদের কী হবে? যাদের দোকান উঠে যাচ্ছে তারা চেঁচামেচি করছে । যাদের মুখ কালো হয়ে যায় তারা কালো পতাকাই দেখায়।

এদিকে, উত্তরপ্রদেশের গণধর্ষণকাণ্ড নিয়ে দিলীপবাবু বলেন, “এখানে তো পাড়ায় পাড়ায় এই ধরনের ঘটনা ঘটছে । তৃণমূলের লোকেরা সেই ঘটনা ঘটাচ্ছে তার জবাব কে দেবে ? সেখান থেকে নজর ঘোরানোর জন্য দিদিমণি রাস্তায় নেমেছেন । কতদিন দিদিমণি আর ব্যাটিং করবেন । ওনার আসল চেহারাটা লোকেরা জেনে গিয়েছে । চোরচোট্টা, গুন্ডা, বদমাশ, পকেটমারদের নিয়ে ওঁনার রাজনীতি । সেই রাজনীতি পশ্চিমবঙ্গের চলবে না এটা উনি বুঝে গেছেন তাই নাটক করছেন । লোকসভা নির্বাচনে লোক তার যোগ্য জবাব দিয়েছে বিজেপিকে ১৮টি আসন দিয়ে । আমি বলেছিলাম একুশের সাফ উনিশে হাফ সেটা দেখার জন্য যেন উনি প্রস্তুত থাকেন ।