ক্ষোভ-বিক্ষোভ! দলের নেতা-কর্মীদের তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ!

175

প্রায় রোজ দিন বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন।
ফের খবরের শিরোনামে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।এবার দলের নেতা-কর্মীদের তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও কাঁথি সাংগঠনিক কর্মসূচিতে যোগ দেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।বৈঠক শেষে মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে ক্ষোভ-বিক্ষোভ দেখায় দলের কর্মী নেতারা।এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ।তিনি বলেন,এরকম দু-একজন ছাঁট মাল আছেন।তাঁরা পার্টির মধ্যে নেই।আর তাঁরা চিরদিন গন্ডগোল করেন।ওটাকেই রাজনীতি বলে মনে করেন।এ ধরনের আবর্জনা আমাদের পার্টি আটকেছে।এখন সেসব পরিস্কার করে পার্টি এগবে।

এদিন দিলীপ বাবু আরও বলেন,
আমরা বহু লোককে নিয়েছি। যখন জোয়ার আসে, তখন বহু লোক ঢুকে যায়। তারপর ধীরে ধীরে পরিস্রুত করতে হয়। এখন গোটা রাজ্যে পরিস্রুত করার কাজ চলছে। আবার নতুন লোকও আসছেন। তাঁদেরও নেব। যাঁরা আমাদের পার্টির রীতিনীতি এবং নিয়ম মেনে চলবেন, তাঁরা পার্টিতে থাকবেন। আর যাঁরা চলতে পারবেন না, তাঁরা স্বাভাবিক নিয়মে আলাদা হয়ে যাবেন। যাঁরা আসতে চেয়েছেন সবাইকে নিয়েছি। তাঁদের দায়িত্ব পার্টিতে এসে মানিয়ে চলা। যিনি ঠিকমতো মানিয়ে চলার কাজটা করতে পারবেন, তিনিই নেতা হবেন।