BIG BREAKING: দিলীপ ঘোষের সাথে এক মঞ্চে , শোকজ এগরার তৃণমূল বিধায়ক !

57

দিলীপ ঘোষের সঙ্গে একই মঞ্চে তৃণমূলের বিধায়ক। পূর্ব মেদিনীপুরের এগরা মেলার অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও তৃণমূল বিধায়ক সমরেশ দাসকে। রাজ্যজুড়ে যখন NRC ও CAA এর বিরোধিতায় পথে নেবে আন্দোলন ও কেন্দ্রের বিরুদ্ধে সরব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।ঠিক সেই সময় বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ও তৃণমূল বিধায়ক কে দেখা গেল একই মঞ্চে। রাজনৈতিক মহল মনে করছে, একই মঞ্চে বিজেপি সাংসদ ও তৃণমূল বিধায়ক বিষয়টা খুব তাৎপর্যপূর্ণ। তবে কি বিজেপি মুখি হতে চলেছেন সমরেশ দাস? জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে।

অন্যদিকে এই ঘটনার পর এগ্রা তৃণমূল বিধায়ক কে শোকজ করেছে তৃণমূল, এমনটাই সূত্রের খবর।

উল্লেখ্য, আজ এগরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে দীলিপবাবু বলেন,” এগরা মেলা খুবই ঐতিহ্যশালী মেলা। প্রাকৃতিক দুর্যোগে উপেক্ষা করে এই মেলা চলবে। মেলা হল মহামানবের মিলনক্ষেত্র। এখানে কোন ভেদাভেদ নেই। এখানে একই লাইনে বিভিন্ন দলের সাংসদ বিধায়ক রয়েছেন। তাই আমার খুব ভালো লাগছে। এটা ভারতবর্ষের পরম্পরা। ভারতবর্ষের কুম্ভ মেলা এবং পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর মেলায় বহু ভীর হয়। মেলা আমাদের সংস্কৃতিকে মিলিয়ে দিয়েছে। এটা ভারতবর্ষের ঐতিহ্য। মেলার প্রতি আমাদের যে টান, তার মধ্যে আমরা একে অপরের মিলিত হয়েছি। আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে মেলার গুরুত্ব বোঝাতে হবে।”

এদিন দিলীপ ঘোষ ছাড়াও এই মেলা উদ্বোধন উপস্থিত ছিলেন এগরার বিধায়ক সমরেশ দাস সহ বিশিষ্টজনেরা।